পুলিশ সূত্রে খবর, কসবার ওই হোটেলের ঘরে নগ্ন এবং পা বাঁধা অবস্থায় ছিল আদর্শের দেহ৷ একটি অনলাইন অ্যাপের মাধ্যমে কসবার হোটেলের দুটি ঘর বুক করেছিলেন তিনি৷ নিজের এবং আরও দু জন পুরুষ এবং মহিলার নামে ঘর বুক করা হয়৷ তকোনও ডেটিং অ্যাপের মাধ্যমে ওই দু জনের সঙ্গে আদর্শের পরিচয় হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ ওই হোটেলে ওঠেন আদর্শ এবং বাকি দু জন৷
advertisement
শুক্রবারই রাত আড়াইটে নাগাদ ওই হোটেল ছেড়ে বেরিয়ে যান আদর্শের সঙ্গী ওই পুরুষ এবং মহিলা৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাত আড়াইটা নাগাদ দুজন হোটেল থেকে বেরিয়ে হেঁটে চলে যাচ্ছেন কসবা মেইন রোডের দিকে, অর্থাৎ হোটেল থেকে বেরিয়ে বা দিকে রাত আড়াইটে নাগাদ দুজনতে হোটেল থেকে বেরিয়ে কসবা মেন রোডের দিকে হেঁটে যেতে দেখা গিয়েছে৷ প্রাথমিক ভাবে ওই দু জনের উপরেই সন্দেহ গিয়ে পড়েছে তদন্তকারীদের৷ মৃত যুবকের সঙ্গী ওই পুরুষ এবং মহিলারই খোঁজ চালাচ্ছে পুলিশ৷
তদন্তে নেমে মৃত যুবকের বাবার সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ৷ মৃতের বাবা জানিয়েছেন, শুক্রবার দিন বিকেলেই শেষ বার ছেলের সঙ্গে কথা হয়েছিল তাঁর৷ তখন বাবাকে আদর্শ জানিয়েছিলেন, তিনি নিউ আলিপুরের কোথাও যাচ্ছেন৷ যদিও সেদিন রাতেই কসবার ওই হোটেলে পৌঁছন আদর্শ৷
