দু’জনে মিলেই খুন করেছেন আদর্শকে৷ জানা গিয়েছে, হোটেলের ঘরে মদ্যপানের সময় আদর্শের সঙ্গে ঝামেলার সূত্রপাত৷ মদ্যপ অবস্থায় মাথা ঠিক রাখতে না পেরে আদর্শের ওপর প্রথম আঘাত হানে ধ্রুব। তারপরই লিভ-ইন পার্টনার কমল ধ্রুবকে সাহায্য করেন৷
নতুন শ্রম আইনে মহিলাদের কী কী লাভ হল অনেকেই জানেন না! নারীদের নতুন সুবিধাগুলো দেখে নিন
advertisement
আধুনিক, সুরক্ষিত এলএইচবি কোচ পাচ্ছে উত্তর পূর্ব ভারতের ১০ জোড়া ট্রেন! কলকাতা থেকে কোনগুলো জানুন
রাত প্রায় দুইটো নাগাদ ধ্রুব মিত্র এবং কমল সাহা হোটেল থেকে বেরিয়ে যান। দু’জনই আদর্শের দুইটি মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে বেরোন। এরপর অ্যাপ-বাইকে করে উল্টোডাঙায় যান তাঁরা। সেখান থেকে আদর্শের অ্যাকাউন্ট ব্যবহার করে দু’জন মিলে প্রায় ৭ হাজার টাকা তোলেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, কামাল সাহার বাড়ি ব্যারাকপুরে এবং ধ্রুব মিত্রের বাড়ি নদিয়ায়। তবে দু’জনই দমদমে লিভ-ইন করে থাকতেন। কমলের সঙ্গে আদর্শের পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। হোটেলে ঢোকার সময় দু’জনের আধার কার্ড জমা দেওয়া ছিল, যা থেকে পরিচয় নিশ্চিত করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।
অভিযোগ, অর্থ লেনদেন, ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনও কারণে বিবাদ তৈরি হয়েছিল কি না— সে বিষয়ে তদন্তকারীরা এখনও নিশ্চিত নন। খুনের মোটিভ ঠিক কী, তা জানতে তদন্ত চলছে।
