TRENDING:

Kasba Hotel Murder Case: ডেটিং অ্যাপে যুবকের সঙ্গে পরিচয় লিভ-ইন যুগলের, এক ঘরে অনেকে মিলে পার্টির প্ল্যান! কসবায় কেন খু*ন হতে হল আদর্শকে?

Last Updated:

Death Mystery: কসবা হোটেলে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কসবায় ধৃত যুগল লিভ-ইন করতেন। ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে পরিচয় হয় তাঁদের। এরপরেই উইকএন্ডে পার্টি করার পরিকল্পনা করেছিলেন তিন জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

কলকাতা: কসবা হোটেলে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কসবায় ধৃত যুগল লিভ-ইন করতেন। ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে পরিচয় হয় তাঁদের। এরপরেই উইকএন্ডে পার্টি করার পরিকল্পনা করেছিলেন তিন জন। উইকএন্ডে পার্টির জন‍্যই হোটেলে রুম বুক করা হয়েছিল বলে জানা গিয়েছে। ওই পার্টিতে আরও কয়েক জনের আসার কথা হয়েছিল। কিন্তু তাঁরা আসেননি, জানা যায় ওই হোটেলে আসার পর এই যুগলের সঙ্গে ঝামেলা বাঁধে।

advertisement

আরও পড়ুন: ভারতের একদিনের দল থেকে বাদ একাধিক তারকা! বদলে গেল অধিনায়কও, দলেও অনেক পরিবর্তন! কী হল বিরাট-রোহিতের?

পুলিশ সূত্রে খবর, ঝামেলার কারণ এখনও পর্যন্ত যা বলছেন এই যুগল, তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না পুলিশের। ধৃতদের ফোনগুলো এখনও হাতে পায়নি পুলিশ। ফোনগুলো বাজেয়াপ্ত করে ব্যবহার করা ডেটিং অ‍্যাপের কনভারশেসন টেক্সট মেসেজ পরীক্ষা করবে পুলিশ।

advertisement

ঝামেলার কারণ এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে পুলিশ মনে করছে খুন করা হয়েছে আদর্শকে। মৃত‍্যুর কারণ হিসাবে ময়নাতদন্তে শ্বাসরোধ হয়ে মৃত‍্যুর কথা উঠে এসেছে। শ্বাসরোধ করেই খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও পাকস্থলীতে খাবারের অস্তিত্ব ও মদ পাওয়া গিয়েছে। অর্থাৎ মৃত‍্যুর আগে মদ‍্যপান করেছিলেন আদর্শ বলেই মত পুলিশের।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী! মাত্র ১৫ বল খেলেই চাপে ফেললেন পদ্মাপারের দেশকে

ধৃত দু জনের নাম ধ্রুব মিত্র নামে এক যুবক এবং কামাল সাহা নামে এক তরুণী। শনিবার কসবার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় আদর্শ লোসালালকা নামে এক যুবকের দেহ৷ পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়৷ তাঁর দুটি পা তোয়ালে দিয়ে বাঁধা ছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মা তারা নন, তারাপীঠে অন্য এক পুজো, চারদিন ধুমধাম ভাবে চলে এই পুজো
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Hotel Murder Case: ডেটিং অ্যাপে যুবকের সঙ্গে পরিচয় লিভ-ইন যুগলের, এক ঘরে অনেকে মিলে পার্টির প্ল্যান! কসবায় কেন খু*ন হতে হল আদর্শকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল