কলকাতা: কসবা হোটেলে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কসবায় ধৃত যুগল লিভ-ইন করতেন। ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে পরিচয় হয় তাঁদের। এরপরেই উইকএন্ডে পার্টি করার পরিকল্পনা করেছিলেন তিন জন। উইকএন্ডে পার্টির জন্যই হোটেলে রুম বুক করা হয়েছিল বলে জানা গিয়েছে। ওই পার্টিতে আরও কয়েক জনের আসার কথা হয়েছিল। কিন্তু তাঁরা আসেননি, জানা যায় ওই হোটেলে আসার পর এই যুগলের সঙ্গে ঝামেলা বাঁধে।
advertisement
পুলিশ সূত্রে খবর, ঝামেলার কারণ এখনও পর্যন্ত যা বলছেন এই যুগল, তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না পুলিশের। ধৃতদের ফোনগুলো এখনও হাতে পায়নি পুলিশ। ফোনগুলো বাজেয়াপ্ত করে ব্যবহার করা ডেটিং অ্যাপের কনভারশেসন টেক্সট মেসেজ পরীক্ষা করবে পুলিশ।
ঝামেলার কারণ এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে পুলিশ মনে করছে খুন করা হয়েছে আদর্শকে। মৃত্যুর কারণ হিসাবে ময়নাতদন্তে শ্বাসরোধ হয়ে মৃত্যুর কথা উঠে এসেছে। শ্বাসরোধ করেই খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও পাকস্থলীতে খাবারের অস্তিত্ব ও মদ পাওয়া গিয়েছে। অর্থাৎ মৃত্যুর আগে মদ্যপান করেছিলেন আদর্শ বলেই মত পুলিশের।
ধৃত দু জনের নাম ধ্রুব মিত্র নামে এক যুবক এবং কামাল সাহা নামে এক তরুণী। শনিবার কসবার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় আদর্শ লোসালালকা নামে এক যুবকের দেহ৷ পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়৷ তাঁর দুটি পা তোয়ালে দিয়ে বাঁধা ছিল৷
