গতকাল কসবার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় আদর্শ লোসালালকা নামে এক যুবকের দেহ৷ পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়৷ তাঁর দুটি পা তোয়ালে দিয়ে বাঁধা ছিল৷
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই হোটেলে ওঠেন আদর্শ৷ তাঁর সঙ্গে ছিলেন আরও এক যুবক এবং তরুণী৷ একটি অ্যাপের মাধ্যমে হোটেলের দুটি ঘর বুক করা হয়েছিল৷ যদিও শুক্রবারই রাত আড়াইটে নাগাদ ওই হোটেল ছেড়ে বেরিয়ে যান আদর্শের সঙ্গী ওই পুরুষ এবং মহিলা৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাত আড়াইটা নাগাদ দুজন হোটেল থেকে বেরিয়ে হেঁটে চলে যাচ্ছেন কসবা মেইন রোডের দিকে৷
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কসবায় ধৃত যুগল লিভ-ইন করতেন। ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে পরিচয় হয় তাঁদের। এরপরেই উইকএন্ডে পার্টি করার পরিকল্পনা করেছিলেন তিন জন। উইকএন্ডে পার্টির জন্যই হোটেলে রুম বুক করা হয়েছিল বলে জানা গিয়েছে। ওই পার্টিতে আরও কয়েক জনের আসার কথা হয়েছিল। কিন্তু তাঁরা আসেননি। জানা যায় ওই হোটেলে আসার পর এই যুগলের সঙ্গে ঝামেলা বাঁধে।
