TRENDING:

Kasba Case Update: কসবা কাণ্ডে নয়া মোড়! বাঁচার জন্যই হাত-পা বেঁধে গলা টিপে খুন আদর্শকে, সামনে এল চাঞ্চল্য়কর তথ্য

Last Updated:

Kasba Case Update: কসবা কাণ্ডে নয়া মোড়৷ দু'জনে মিলেই খুন করেছেন আদর্শকে৷ জানা গিয়েছে, হোটেলের ঘরে মদ্যপানের সময় আদর্শের সঙ্গে ঝামেলার সূত্রপাত৷ দু'জন মিলেই নাক মুখ চেপে ধরে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কসবা: কসবা কাণ্ডে নয়া মোড়৷ দু’জনে মিলেই খুন করেছেন আদর্শকে৷ জানা গিয়েছে, হোটেলের ঘরে মদ্যপানের সময় আদর্শের সঙ্গে ঝামেলার সূত্রপাত৷ মদ‍্যপ অবস্থায় মাথা ঠিক রাখতে না পেরে আদর্শের ওপর প্রথম আঘাত হানে ধ্রুব। তারপরই লিভ-ইন পার্টনার কমল ধ্রুবকে সাহায্য করেন৷
কসবার হোটেলে উদ্ধার হয় আদর্শ লোসালালকার (৩৩) দেহ৷
কসবার হোটেলে উদ্ধার হয় আদর্শ লোসালালকার (৩৩) দেহ৷
advertisement

দু’জন মিলেই নাক মুখ চেপে ধরে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেন৷ তারপরই নাক থেকে রক্ত বেরিয়ে আসে এবং জ্ঞান হারায় আদর্শ। এরপর ওই যুগল আদর্শের হাত পা বেঁধে ফেলে৷ তবে কী কারণে ঝামেলা, তা নিয়ে এখনও পুলিশ ধোঁয়াশার মধ‍্যেই রয়েছে৷ গ্রেফতারের পরেও ঝামেলার কারণ স্পষ্ট করছে না যুগল৷ আদালতে পেশ করে হেফাজতে নিয়ে খুনের মোটিভ নিয়ে জেরা করা হবে৷

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর খেল দেখাবেন শনিদেব…! ইশারায় কাঁপাবে ত্রিলোক, নতুন বছরে প্রিয় ৩ রাশিকে টাকায় মুড়ে দেবেন সূর্যপুত্র, সাফল্য পায়ে চুমু খাবে

কসবার খুনের ঘটনায় বেশ কয়েকটি ফোন উদ্ধার করেছে পুলিশ ফোন গুলিকে এফেলে পাঠানো হবে। অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ফোন । ফোনগুলি পাঠানো হবে এফএসএল-এ । আত্মরক্ষার ক্ষেত্রেই তারা খুন করেছে এমনটাই এখনও পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের জানাচ্ছে অভিযুক্তরা৷

advertisement

আরও পড়ুন-নভেম্বরের শেষেই বিরাট কামাল…! শুক্র-মঙ্গলের রাজকীয় সংযোগে বাম্পার ‘জ্যাকপট’, গোল্ডেন টাইম শুরু ৫ রাশির, সোনায় মুড়বে কপাল

সেরা ভিডিও

আরও দেখুন
জলদাপাড়া জঙ্গল সাফারিতে দুই গন্ডারের শক্তি প্রদর্শন, ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন!
আরও দেখুন

মার্ডারের মোটিভ নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নয় পুলিশ, তবে সন্দেহ জাগছে এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে৷ ফোনগুলি ক্ষতিয়ে দেখার পরই মার্ডারের আসল কারণ সম্পর্কে আরও ধারণা স্পষ্ট হবে বলে খবর পুলিশ সূত্রে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Case Update: কসবা কাণ্ডে নয়া মোড়! বাঁচার জন্যই হাত-পা বেঁধে গলা টিপে খুন আদর্শকে, সামনে এল চাঞ্চল্য়কর তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল