নারী শিক্ষার হার বাড়াতে ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন ‘কন্যাশ্রী প্রকল্প’। গোটা বিশ্বজুড়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিল রাজ্য সরকারের এই প্রকল্প।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩ সালে এই প্রকল্প শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কেটেছে দশ দশটা বছর। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এই প্রকল্প চালু হওয়ার পরই স্কুলছুটের হার অনেক কমেছে। সর্বশিক্ষা অভিযানের কাজও করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প। এই দশ বছরে কতটা সফল ‘কন্যাশ্রী প্রকল্প’? ঠিক কত টাকা খরচ হয়েছে এই প্রকল্পে? এই সব যাবতীয় তুলে ধরা হচ্ছে প্রকাশিত হতে চলা বইটিতে।
advertisement
এদিকে কন্যাশ্রী প্রকল্পের সাফল্যে এক বিশালাকার সন্দেশ বানিয়ে অভিভূত করল কলকাতার নামী মিষ্টান্ন প্রস্তুতকারী, ফেলু মোদক। ‘কন্যাশ্রী ১০’ লেখা ১৪ কেজির সন্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরই ডিজাইন করা এই সন্দেশ বানিয়ে তাক লাগিয়েছে ফেলু মোদক।