বৃহস্পতিবার সিপিআই-এর তরুণ নেতা কানহাইয়া কুমার ইন্দ্রজিৎ গুপ্তর জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনায় যোগ দিতে রাজ্যে এসেছিলেন তিনি ৷ সেখানেই মোদি সরকারের নীতির বিরুদ্ধে ফের আরও একবার গর্জে উঠেন তিনি ৷ কানহাইয়া বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইনের ভিত্তি তৈরি হয়ে যায় ২০০৩ সালেই। NPR-ই NRC-র ভিত্তি। NPR হলেই NRC হবেই ৷’
এদিন সকালে কানহাইয়া কুমারের সভার আগেই উত্তেজনা টিটাগড়ে৷ ব্যারাকপুরে শিল্পাঞ্চলে সভা শুরু আগেই কানহাইয়ার নামে বিতর্কিত পোস্টার লাগানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনায় ৮ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় ৷ সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরোধিতায় ওই সভার আয়োজক ছিলেন সমাজকর্মী, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মঞ্চ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2020 8:29 PM IST