TRENDING:

NRC-বিরোধিতায় মদ্যপ বন্ধুদের গুগল ম্যাপ ব্যবহারের কীর্তি ফাঁস করলেন কানহাইয়া

Last Updated:

অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে এই তথ্য সামনে আনেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
UJJAL ROY
advertisement

#কলকাতা: মদ্যপেরা পুলিশকে এড়ানোর জন্য প্রযুক্তির ব্যবহার করেন তার মধ্যে কয়েকজন তাঁর বন্ধুও রয়েছেন। এই তথ্য ফাঁস করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার। সোমবার কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে এনআরসি বিরোধী আন্দোলনে যোগ দিতে কলকাতায় আসেন কানহাইয়া। অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে এই তথ্য সামনে আনেন৷

advertisement

সরকারের অনুপ্রবেশকারী চিহ্নিত করার দাবি নস্যাৎ করতে গিয়ে তিনি মজা করে বলেন, 'আমার কিছু মদ্যপ বন্ধু আছে। তাঁরা গুগল ম্যাপ ব্যবহার করে বাড়ি ফেরেন। কারণ গুগল ম্যাপে রাস্তা জ্যাম থাকলে লাল ও ফাঁকা থাকলে নীল দেখায়। বন্ধুরা বুঝে যায়, লাল মানে পুলিশের ব্যারিকেড আছে। আর নীল থাকলে রাস্তা ফাকা। তখনই তাঁরা লাল রাস্তা ত্যাগ করে নীল রাস্তায় যাত্রা করে বাড়ি ফেরেন। স্যাটেলাইট যখন এত নিখুঁত ভাবে তথ্য সরবরাহ করতে পারে। তা হলে সরকার কেন বেআইনি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে পারবে না?' একই সঙ্গে মদ নিয়ে মানুষকে সতর্ক করে কানহাইয়া বলেন, 'মদ ক্ষতিকারক। মদ খাওয়া উচিত নয়৷'

advertisement

সুবক্তা হিসেবে তরুণ প্রজন্মের কাছে বরাবরই জনপ্রিয় জেএনইউ-এর ছাত্রনেতা কানহাইয়া কুমার। সোমবার নাগরিকপঞ্জি বিরোধী মঞ্চের কর্মসূচিতে বেশ কিছুক্ষণ সময় বক্তব্য পেশ করেন তিনি। এদিনে তাঁর তীক্ষ্ম বক্তব্যে মাঝে মধ্যেই এই ধরনের মজা কর্মসূচিতে আসা দর্শক হাততালি দিয়ে সমর্থন করেছেন। কিন্তু ভরা সভায় যে ভাবে বন্ধুদের পর্দা ফাঁস করলেন তাতে সেই বন্ধুরা, বিষয়টা কী ভাবে নেবেন তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। একই সঙ্গে মদ নিষিদ্ধ বিহারের বাসিন্দা কানহাইয়ার বন্ধুরা আইনি সমস্যায় পড়বেন কি না প্রশ্ন উঠছে তা নিয়েও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কোনও বক্তব্যকে আকর্ষণীয় করে তোলার জন্য বক্তারা অনেক সময়ই এই রকম কাল্পনিক চরিত্র সামনে নিয়ে আসেন। এ ক্ষেত্রে কানহাইয়াও সেই রকম ভাবেই নিজের বক্তব্য দিয়েছেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
NRC-বিরোধিতায় মদ্যপ বন্ধুদের গুগল ম্যাপ ব্যবহারের কীর্তি ফাঁস করলেন কানহাইয়া