প্রসঙ্গত এদিন কামদুনি গণধর্ষণ মামলায় ফাঁসির নির্দেশ রদ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তিনজনের ফাঁসির সাজা রদ করা হল। বদলে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবেন সইফুল আলি মোল্লা, আনসার আলি মোল্লা৷ অন্যদিকে, ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলিকে জেলমুক্ত করল আদালত। গণধর্ষণ কাণ্ডের অন্য অভিযুক্ত ভোলা নস্কর, আমিনুর ও ইমানুরের সাজাও কমানো হল। আমৃত্যু কারাদণ্ডের বদলে ১০ বছর সাজার নির্দেশ দিল বেঞ্চ। ১০ হাজার টাকার বিনিময়ে জেলমুক্ত ৩ জন।
advertisement
অর্থাৎ, ৬ দোষী সাব্যস্তের মধ্যে ১ জনকে বেকসুর খালাস করল আদালত। রায় শুনে ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার৷ এজলাসের বাইরে তুমুল হট্টগোল। নির্যাতিতার পরিবারের সদস্যদের পাশাপাশি কামদুনির প্রতিবাদের অন্যতম মুখ বলে পরিচিত টুম্পা কয়াল, মৌসুমি কয়ালও এদিন ক্ষোভ প্রকাশ করেন আদালত চত্বরে।
আরও পড়ুন, ২০ ঘণ্টা পর বাড়ি থেকে বেরোল ইডি, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে কী মিলল, জানেন
আরও পড়ুন, বিশ্বকাপে ভারতীয় দলে খারাপ খবর! ডেঙ্গি আক্রান্ত শুভমান গিল
২০১৩ সালের ৭ জুন উত্তর ২৪ পরগনার কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘটে। ১০ বছর আগে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেই কামদুনি মামলারই রায়দান ছিল আজ। ইতিমধ্যেই ৬ অভিযুক্তের সাজা ঘোষণা করেছিল নিম্ন আদালত। পরে সেই মামলা কলকাতা হাইকোর্টে আসে। এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ কামদুনি মামলার রায় ঘোষণা করল।