TRENDING:

Kalyan Banerjee Vs Saugata Roy: নারদা কাণ্ড তুলে আক্রমণ কল্যাণের, পাল্টা জবাব সৌগতর! তৃণমূলের দুই প্রবীণ সাংসদের সংঘাত প্রকাশ্যে

Last Updated:

Kalyan Banerjee Vs Saugata Roy: কল্যাণের পদ কেড়ে নেওয়া হোক, তোপ সৌগতর! তৃণমূল কংগ্রেসের দুই প্রবীণ সাংসদের বেনজির আক্রমণ-প্রতি আক্রমণে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিরাট শোরগোল। দুই বর্ষীয়ান নেতার সংঘাতে চরমে পৌঁছল তৃণমূলের অন্দরের বিদ্রোহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূল কংগ্রেসের দুই প্রবীণ সাংসদের বেনজির আক্রমণ-প্রতি আক্রমণে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিরাট শোরগোল। দুই বর্ষীয়ান নেতার সংঘাতে চরমে পৌঁছল তৃণমূলের অন্দরের বিদ্রোহ। মঙ্গলবার নারদা ইস্যু তুলে সৌগত রায়কে বেলাগাম আক্রমণ শানালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী চোর বলেও সরাসরি তোপ দাগলেন তিনি। তারই পাল্টা জবাব দিলেন সৌগত রায়। দুই নেতার বাকবিতণ্ডায় চরমে পৌঁছল শাসক দলকে ঘিরে ভিতর ও বাইরের চর্চা।
আক্রমণ কল্যাণের, পাল্টা জবাব সৌগতর
আক্রমণ কল্যাণের, পাল্টা জবাব সৌগতর
advertisement

সম্প্রতি নির্বাচন কমিশনের দফতরে একটি ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে সংঘাত চরমে ওঠে। আর এই ইস্যুতে নাম না করে এক মহিলা সাংসদকেও তীব্র আক্রমণ শানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তা বলতে গিয়ে দমদমের তৃণমূল সাংসদকে চোর বলে বেলাগাম আক্রমণ করেন কল্যাণ।

আরও পড়ুন: চকচকে হয়ে যাবে মুখ…! গরমে ঘুমানোর আগে এই ‘জিনিস’ দিয়ে করুন ‘কাজ’, ১ রাতেই দেখুন তফাৎ

advertisement

“নারদার চোর। ওর জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়। চরিত্র খারাপ। এর কথা ওকে লাগায়। ২০০১ সাল থেকে আমাকে সহ্য করতে পারে না।” বলে নাম না করে সৌগত রায়কে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেন, “ওরা প্রিয় দার লোক। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজে কথা বললে ওঁদের গায়ে লাগে না। প্রিয় দার নামে বললে ওদের গায়ে লাগে।”

advertisement

আরও পড়ুন: ফ্যানের স্পিড কমালে কি Electric বিল কম আসে…? সিলিং ফ্যান কত ‘নম্বরে’ চালালে বিদ্যুৎ খরচ কমে? জেনে নিন সুপারহিট টেকনিক

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পাল্টা সৌগত রায় বলেন, “আমি সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণ করিনি। আমি সেদিন দেখিনি কল্যাণের সঙ্গে মহুয়ার কী হয়েছিল। আমাকে বিজয় চকে থাকতে বলা হয়েছিল। আমি সেখানে শুনলাম এক মহিলা সাংসদের সঙ্গে কল্যাণের দারুণ ঝগড়া হয়। কল্যাণ নাকি মারতে উদ্যত হয়েছিল। মহিলা সাংসদকে পুলিশে যেতে হয়েছিল। আমাদের ও অন্যদলের সাংসদরা কল্যাণের ব্যবহারের নিন্দা করেন। আমাদের দলের অনেকে বলেন মমতা-অভিষেককে চিঠি দিয়ে জানানো হবে। তবে আমার এখানে ভূমিকা ছিল না। আমি মনে করি না দলের কথার বাইরে বলা উচিত। আমি মনে করি এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কল্যাণ ওয়াকফের জেপিসি’তে বোতল ছোঁড়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে লেডি কিলার বলে ক্ষমা চাইল, সেটাও আমি বলিনি। আমি মনে করি ডিগনিটি রাখা উচিত।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kalyan Banerjee Vs Saugata Roy: নারদা কাণ্ড তুলে আক্রমণ কল্যাণের, পাল্টা জবাব সৌগতর! তৃণমূলের দুই প্রবীণ সাংসদের সংঘাত প্রকাশ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল