বৃহস্পতিবার টিপি ক্যানেল পরিদর্শনে যান ফিরহাদ হাকিম। 'কেন জমা জল নামতে সময় লাগছে?' তা নিয়ে কলকাতা পুরসভায় বিস্তর আলোচনা হয়। পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, বেশ কিছু জায়গায় মেট্রোর কাজের জন্য জল নামতে সময় লাগছে। বাইপাস সংলগ্ন খাল, ক্যানেলগুলিও পরিদর্শন করেন তারক সিং।
এদিন দক্ষিণ কলকাতার যাদবপুর পাটুলির জল যন্ত্রণা নিয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম। এই বৈঠকে ছিলেন সেচ, কেএমডিএ-এর আধিকারিকরা। ছিলেন যাদবপুর, পাটুলি সংলগ্ন এলাকার ওয়ার্ড কো-অর্ডিনেটররা । ছিলেন এলাকার বিধায়ক দেবব্রত মজুমদার। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কালিকাপুর মোড়ে টিপি ক্যানেলের যে অংশে মেট্রোর পিলার তৈরির জন্য লোহার দেওয়াল তুলে জল আটকে রাখা আছে, সেই লোহার দেওয়াল কেটে ফেলা হবে দিন কয়েকের মধ্যে। কারণ ওখানে ইতিমধ্যে পিলার তৈরির কাজ সম্পন্ন হয়েছে । তাই ওই লোহার দেওয়ালগুলো কেটে দিলে আগের মতও জল নিকাশিতে আর কোনও বাধা থাকবে না।
advertisement
এদিন আধিকারিকদের সঙ্গে নিয়ে টিপি ক্যানেল পরিদর্শন করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই ক্যানেল দিয়ে যাদবপুর, সন্তোষপুর, পাটুলির জল নিকাশি হয়ে থাকে। এই এলাকার জল চৌবাগা খালে গিয়ে পড়ে এই ক্যানেল দিয়েই। মেট্রোর কাজের জন্য জল আটকে রাখা হয়েছিল। এই অংশে পিলার তৈরির কাজ শেষ গিয়েছে, মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে ক্যানেলের ভিতর তৈরি লোহার দেওয়ালগুলি সরিয়ে ফেলা হবে। তাতে বাধা জল বেরিয়ে পড়বে। আগামী দিনে যাদবপুর ও সংলগ্ন এলাকায় জল জমবে না বলেই আশাবাদী ফিরহাদ হাকিম। শুধু টিপি ক্যানেল নয় নোনাডাঙা ড্রেনেজ পাম্পিং সিস্টেমও পরিদর্শন করেন তিনি।
অমিত সরকারের প্রতিবেদন