বিজেপিতে ফিরে সৌমেন রায় দাবি করেছেন, ভয় দেখিয়ে তাঁকে যোগদানে বাধ্য করিয়েছিল তৃণমূল৷ একই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷ শুভেন্দু বলেন, ‘আমরা সৌমেন রায়কে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নিয়ে দলে ফেরালাম৷ তিনি নিজে থেকে আমাদের দলের আদর্শ বা নেতৃত্ব সম্পর্কে কোনও খারাপ কথা বলেননি। যেটুকু বলেছেন তা তৃণমূলের চাপে পড়ে বলেছেন।’
advertisement
আরও পড়ুন: এবার অরূপ বিশ্বাসকে তলব ইডির, আগামিকালই দিল্লিতে হাজিরার নির্দেশ!
সৌমেন নিজেও বলেন, ‘আমার শরীরটুকুই তৃণমূলে গিয়েছিল, মন যায়নি৷ তৃণমূল যেভাবে আদিবাসী, রাজবংশীদের উপরে অত্যাচার করছে তাতে আমার পক্ষে আর সেই দলে থাকা সম্ভব নয়৷ এর সাম্প্রতিকতম উদাহরণ সন্দেশখালি৷’
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে মুকুল রায় সহ বিজেপির দশজনেরও বেশি বিধায়ক শাসক দলে যোগ দিয়েছিলেন৷ লোকসভা নির্বাচনের আগে সৌমেন রায়ের প্রত্যাবর্তন তাই গেরুয়া শিবিরের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ৷ আর কোনও দল বদলু বিধায়ক কালিয়াগঞ্জের বিধায়কের পথ অনুসরণ করেন কি না, সেটাই এখন দেখার৷