TRENDING:

গান,গল্পে কালিপুজোর সন্ধেয় জমজমাট মুখ্যমন্ত্রীর বাড়ি

Last Updated:

দীপাবলির সন্ধে বাড়ির কালীপুজোয় সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যের মতো নিজেই ঘুরে দেখলেন পুজোর প্রস্তুতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দীপাবলির সন্ধে বাড়ির কালীপুজোয় সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যের মতো নিজেই ঘুরে দেখলেন পুজোর প্রস্তুতি। কথা বললেন অতিথিদের সঙ্গে। প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে পুজোয় সামিল নবনীড়ের সদস্যরা। গান, গল্প, পুজোর প্রস্তুতিতে কালিপুজোর সন্ধেয় জমজমাট মুখ্যমন্ত্রীর বাড়ি।
advertisement

দক্ষিণেশ্বর, কালীঘাট ও লেক কালীবাড়ি থেকেও অনেকেই এসেছিলেন মমতার পুজো দেখতে। এদিন নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের পুজোতে নিয়ে আসা হয় ৷ উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পি ইন্দ্রনীল সেন, সৃজিত মুখার্জি, যিশু সেনগুপ্ত, রুদ্রনীল, শ্রীকান্ত মোহতা, অরিন্দম শীল, বুলবুলি, শিবাজি পাঁজা, নগরপাল রাজীব কুমার, ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ, হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী-সহ আরও অনেকে ৷ নিজের হাতেই পুজোর ভোগ তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

advertisement

এদিন মমতার লেখা ‘‌মা’ ‌গান–‌সহ মোট চারটি গান গেয়ে শোনান ইন্দ্রনীল সেন ৷ পুজোর পাশাপাশি নিজেদের মধ্যে চলে গল্পগুজব ৷

আলোর উৎসবে মাতোয়ারা দেশ। বিভিন্ন সব প্রান্ত - শহর থেকে গ্রাম ঢেকেছে আলোর মালায়। একসঙ্গে মিলিত হয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া।

বাংলা খবর/ খবর/কলকাতা/
গান,গল্পে কালিপুজোর সন্ধেয় জমজমাট মুখ্যমন্ত্রীর বাড়ি