আরও পড়ুন- এক সঙ্গে আট বউকে নিয়ে সংসার ! কেমন আছেন এই যুবক ?
এই নামে অবশ্য কেউই চেনে না তাঁকে, কিন্তু চেনে তাঁর এক বিখ্যাত সৃষ্টিকে। মাসখানেক ধরে সোশ্যাল মিডিয়াতে হুল্লোড় ফেলে দেওয়া ‘কাঁচা বাদাম’ (Kacha Badam Viral Song) গানের জনক এই শিল্পী। ফেসবুক, ইনস্টাগ্রাম ও আরও যা যা সোশ্যাল মিডিয়া রয়েছে তাতে স্ক্রোল করলেই হামেশাই ভেসে আসছে এক বাদাম বিক্রেতার গান। সাইকেলে বাদামের ঝুড়ি নিয়ে তাঁর বিক্রির অভিনব কৌশল দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে নিমেষে। সেই গানে র্যাপ হয়েছে, নানা তালে, লয়ে ফেলে সেই গানকে নানাভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু ভুবন বাদ্যকরকে (Bhubn Badyakar) ক’জন চিনলেন তাঁর গানের মাধ্যমে?
advertisement
আরও পড়ুন- ডিম বাঁচাতে King Cobra-র সঙ্গে মুরগির হাড়হিম লড়াই! দেখুন শেষ পর্যন্ত কে জিতল?
বীরভূমের লক্ষ্মীনারায়ণপুরের কুরালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন (Bhubn Badyakar)। বাদাম বিক্রি করেই সংসার চালান তিন সন্তানের বাবা ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম বিক্রি করতে গিয়েই এই গানটি (Kacha Badam Viral Song) বেঁধেছেন তিনি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই বিক্রিও বেড়েছে তাঁর।
সম্প্রতি নিজের এই গানের স্বত্ত্বাধিকার দাবি করেছেন ভুবন। বিভিন্ন জায়গায় গানটি ছড়িয়ে পড়েছে ঠিকই কিন্তু কোথাও গানের এবং সুরের স্রষ্টাকে সামনে আনাই হয়নি। এক সংবাদমাধ্যমকে সাফ জানিয়েছিলেন তিনি, “আমার গান সর্বত্র বাজছে ইন্টারনেটে, কিন্তু তাতে আমি তো একটা পয়সাও পাচ্ছি না। আমি আমার গানের স্বত্ত্বাধিকার চাই এবং লভ্যাংশের অংশও চাই।” সম্প্রতি পুলিশেরও দ্বারস্থ হয়েছেন ভুবন।