আরও পড়ুন-এই ৪ উপায় অবলম্বন করলে যে কেউ প্রেমে পড়বে! উপায় বাতলে দিচ্ছেন মনোবিজ্ঞানী
সেলিব্রিটি হন বা না হন ভুবন বাদ্যকরের গানের তালে কোমর দুলিয়ে সোশ্যাল মিডিয়ায় রিল বা ইনস্টা ভিডিও তৈরি করছেন আট থেকে আশি সকলেই। এমনকি, পৃথিবীর একাধিক দেশের মানুষ মজেছেন এই গানের সঙ্গেই। এ তো গেল সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং ভুবন বাদ্যকারের কথা! বাস্তব জগতেও ‘বাদাম কাকু’ জনপ্রিয়তার শিখরে। এবার কলকাতায় তৈরি হল ‘বাদাম কাকু’র মূর্তি। আর সেই মূর্তি দেখা গেল কুমোরটুলির পাশে স্বাধীন সংঘের মাঠে। যা দেখতে ভিড় জমিয়েছিলেন নানা বয়সের, নানা পেশার মানুষ। এর থেকেই বোঝা যায়, কতটা জনপ্রিয় ভুবন বাদ্যকার (Bhuban Badyakar)। ‘বাদাম কাকুর’ এই মূর্তি তৈরি করেছেন শিল্পী পরিমল পাল।
advertisement
পরিমল পালের কথায়, “বাদাম কাকুর জনপ্রিয়তা এখন গোটা বিশ্বে। বাঙালিকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন ভুবন বাদ্যকর। সে কারণেই তাঁর মূর্তি তৈরির সিদ্ধান্ত।” ভুবন বাদ্যকরের মূর্তি দেখতে চাইলে কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরের কাছে স্বাধীন সংঘের মণ্ডপে আপনাকে একবার ঢুঁ মারতেই হবে। কারণ, দোলপূর্ণিমা উপলক্ষে গোপাল পুজোয় ‘বাদামকাকু’র মূর্তিটি দেখতে পাওয়া গিযেছে। এই মূর্তি তৈরি করা হয়েছে মাত্র ৫ দিনেই। আপাতত চেষ্টা চলছে যদি কোনওভাবে এই মূর্তি সংরক্ষণ করে রাখা যায়। কালো প্যান্ট, গোলাপি জামা, গলায় গামছা, কপালে কাটা তিলক। দেখে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল মানে মূর্তি।
আরও পড়ুন-Viral News: দুধের প্যাকেট নিয়ে তুমুল বিতর্ক সোশ্যাল মিডিয়ায়, কী এমন লেখা আছে তাতে?
তবে যাকে নিয়ে এত কীর্তি তিনি অবশ্য এটা এখনও স্বচক্ষে দেখেননি। আপাতত তিনি মুম্বইয়ে আছেন একটি কাজে। শুনেছেন তাঁর মূর্তি হয়েছে। স্বভাবতই তিনি খুশি। এ রাজ্যে ফিরলে একবার দেখতে চান কুমারটুলিতে এসে নিজেকে।