গত সপ্তাহেই প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে এসে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে৷ জেলেই অসুস্থ বোধ করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ জেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মেনে প্রেসিডেন্সি জেল থেকে বের করে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বনমন্ত্রীকে৷
আরও পড়ুন: ‘২০ মিনিটের জন্য গিয়েছিলাম, আর ধর্মতলায় যাইনি’, সিঙ্গুর আন্দোলন নিয়ে শুভেন্দু
advertisement
গ্রেফতারির পর অবশ্য একাধিকবার সংবাদমাধ্যমের সামনে নিজের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন বনমন্ত্রী৷ শুধু তাই নয়, আদালতে শুনানি চলাকালীনও তাঁর বিভিন্ন শারীরিক সমস্যার কথা বিচারককে জানিয়ে জামিনের তদ্বির করেছেন ধৃত মন্ত্রী৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পরই বেশ কয়েকদিন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ ইডি অবশ্য বার বারই জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি রাখার বিরোধিতা করেছে আদালতে৷
রেশন বণ্টনে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত ২৭ অক্টোবর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার করে ইডি৷ গ্রেফতারের পরেই অবশ্য ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বনমন্ত্রীকে৷