TRENDING:

Jyotipriya Mallick: মারাত্মক কম রক্তচাপ, এসএসকেএম-এর আইসিইউতে স্থানান্তরিত করা হল জ্যোতিপ্রিয় মল্লিককে

Last Updated:

কয়েকদিন আগেই প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হঠাৎ শারীরিক অবস্থার অবনতি৷ এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-কে স্থানান্তরিত করা হল ইডি-র হাতে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে৷ হাসপাতাল সূত্রে খবর, দুপুরের পর থেকেই বনমন্ত্রীর রক্তচাপ উদ্বেগজনক ভাবে কমতে থাকে৷ সেই কারণেই আইসিইউ-তে স্থানান্তরিত করতে হয় তাঁকে৷ এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন বনমন্ত্রী৷
জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি৷
জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি৷
advertisement

গত সপ্তাহেই প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে এসে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে৷ জেলেই অসুস্থ বোধ করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ জেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মেনে প্রেসিডেন্সি জেল থেকে বের করে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বনমন্ত্রীকে৷

আরও পড়ুন: ‘২০ মিনিটের জন্য গিয়েছিলাম, আর ধর্মতলায় যাইনি’, সিঙ্গুর আন্দোলন নিয়ে শুভেন্দু

advertisement

গ্রেফতারির পর অবশ্য একাধিকবার সংবাদমাধ্যমের সামনে নিজের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন বনমন্ত্রী৷ শুধু তাই নয়, আদালতে শুনানি চলাকালীনও তাঁর বিভিন্ন শারীরিক সমস্যার কথা বিচারককে জানিয়ে জামিনের তদ্বির করেছেন ধৃত মন্ত্রী৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পরই বেশ কয়েকদিন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ ইডি অবশ্য বার বারই জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি রাখার বিরোধিতা করেছে আদালতে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

রেশন বণ্টনে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত ২৭ অক্টোবর  প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার করে ইডি৷ গ্রেফতারের পরেই অবশ্য ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বনমন্ত্রীকে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: মারাত্মক কম রক্তচাপ, এসএসকেএম-এর আইসিইউতে স্থানান্তরিত করা হল জ্যোতিপ্রিয় মল্লিককে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল