TRENDING:

Jyotipriya Mallick: হৃদযন্ত্রে সমস্যা, এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল জেল বন্দি জ্যোতিপ্রিয়কে! কী করবে ইডি?

Last Updated:

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় মন্ত্রীর হৃদস্পন্দনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে৷ হাসপাতালের কার্ডিওলজি বিল্ডিংয়ের ৫ নম্বর কেবিনে মন্ত্রীকে ভর্তি করা হয়েছে বলে খবর৷ গোটা বিষয়টির উপরে নজর রাখা হচ্ছে বলে খবর ইডি সূত্রে৷
জেল থেকে হাসপাতালে জ্যোতিপ্রিয়৷
জেল থেকে হাসপাতালে জ্যোতিপ্রিয়৷
advertisement

হাসপাতাল সূত্রে খবর হৃদযন্ত্রে সমস্যা এবং অস্বাভাবিক হৃদস্পন্দনের কারণেই মন্ত্রীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়৷ ডপলার ইকোকার্ডিওগ্রাফি করে রক্ত প্রবাহের গতি নির্ণয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা৷

এ দিন জেলেই অসুস্থ বোধ করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ জেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মেনে প্রেসিডেন্সি জেল থেকে বের করে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বনমন্ত্রীকে৷ সেখানেই কার্ডিও ইমারজেন্সি বিভাগে মন্ত্রীর শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন চিকিৎসকরা৷ তবে জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি নেওয়া হবে কি না, হাসপাতালের চিকিৎসকরাই সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷

advertisement

আরও পড়ুন: নাম বলতেই পর পর গুলি! ভাটপাড়ায় বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী

ইডি হেফাজত শেষে বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক৷ সূত্রের খবর, এ দিন দুপুরের পর থেকেই জেল কর্তৃপক্ষকে শ্বাসকষ্ট, বুকে ব্যথার মতো সমস্যার কথা জানান বনমন্ত্রী৷ দেরি না করে সঙ্গে সঙ্গে জেল হাসপাতালের চিকিৎসক এসে বনমন্ত্রীকে পরীক্ষা করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ এর পর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়৷

advertisement

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় মন্ত্রীর হৃদস্পন্দনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল৷ ইসিজি-তেও সামান্য সমস্যা দেখা দেয়৷ আরও নিশ্চিত হতে মন্ত্রীর ইকো কার্ডিওগ্রাফি করা হয়৷ এর পরেই মন্ত্রীকে কার্ডিওলজি বিভাগের ভর্তি করা হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

গ্রেফতারির পর অবশ্য একাধিকবার সংবাদমাধ্যমের সামনে নিজের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন বনমন্ত্রী৷ শুধু তাই নয়, আদালতে শুনানি চলাকালীনও তাঁর বিভিন্ন শারীরিক সমস্যার কথা বিচারককে জানিয়ে জামিনের তদ্বির করেছেন ধৃত মন্ত্রী৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পরই বেশ কয়েকদিন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ ইডি অবশ্য বার বারই জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি রাখার বিরোধিতা করেছে আদালতে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: হৃদযন্ত্রে সমস্যা, এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হল জেল বন্দি জ্যোতিপ্রিয়কে! কী করবে ইডি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল