এদিকে, এসএসকেএম হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁর রক্তচাপে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে সোমবার রাতেই তাঁকে আইসিইউতে পাঠানো হয়েছিল। মন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছে হাসপাতালের মেডিক্যাল বোর্ড।
রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ইডির হাতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল। সেখানে তিনি অসুস্থ বোধ করায় গত মঙ্গলবার রাতে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়।
advertisement
মন্ত্রীর চিকিৎসার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে হাসপাতালে। স্নায়ু, হৃদ্রোগ, মেডিসিন বিশেষজ্ঞ ছাড়াও তাতে রয়েছেন কিডনি বিশেষজ্ঞ এবং ইউরোলজি বিশেষজ্ঞ।
আরও পড়ুন: শাহ সভা ভরাতে প্রচার, মিছিলে ঝড় তুলেছে বিজেপি, তৃণমূল শহর মুড়েছে বিরোধী ব্যানার, পোস্টারে
জ্যোতিপ্রিয় বরাবরই সুগারের রোগী। গ্রেফতারির শুরু থেকেই তাঁর নানা রকম শারীরিক অসুস্থতা ছিল। ইডি তাঁকে গ্রেফতার করার পর আদালতে মন্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি থাকার পর তাঁকে হেফাজতে পায় ইডি। ১৪ দিন ইডি হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল জ্যোতিপ্রিয়কে। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।