আদালত ইডির দাবি মেনে নিয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা চলছে, সেখানে সিসিটিভি বসাতে এবং তার লিঙ্ক ইডিকেও দিতে, যাতে ইডি নজরদারি চালাতে পারে। সেই মতো শুক্রবার জেলের তরফে একটি টিম এসএসকেএম হাসপাতালে যায় ক্যামেরা বসাতে।
আরও পড়ুন: কালো পোশাকে তৃণমূলের অবস্থানে, তাও বিধায়কের নাম অভিযোগপত্রে! তুঙ্গে শোরগোল
advertisement
গ্রেফতার হওয়ার পর জেল হেফাজত হওয়ার পর প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। গত সোমবার রাতেই তাঁকে আইসিইউতে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছে মেডিক্যাল বোর্ড।
আরও পড়ুন: ‘এ রকম বহু জায়গায় আছে, এবার…’, দিলীপের মন্তব্যে বিরাট জল্পনা! কাকে নিশানা, কার বাড়ি?
বৃহস্পতিবার আদালতে জ্যোতিপ্রিয়র আইনজীবী শ্যামল ঘোষ জানান, তিনি জানেন না, তাঁর মক্কেল কেমন আছেন। জ্যোতিপ্রিয়র বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান তিনি। জানতে চান, মন্ত্রীর কী চিকিৎসা করা হচ্ছে। পাল্টা ইডির আইনজীবীও দাবি করেন, তাঁরাও জানতে পারছেন না, হাসপাতালে কী অবস্থায় রয়েছেন জ্যোতিপ্রিয়। পাশাপাশিই, বনমন্ত্রীকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতোই ‘প্রভাবশালী’ বলেই দাবি করেছে ইডি। সেই কারণে তাঁকে নজরদারিতেও রাখার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।