TRENDING:

Jyotipriya Mallick News: জেলে গিয়েও শান্তি নেই, আদালতের এক নির্দেশে মাথায় হাত জ্যোতিপ্রিয়র! হাসছে ইডি

Last Updated:

Jyotipriya Mallick News: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জেলে গিয়ে জোত্যিপ্ৰিয় মল্লিককে জেরা করার অনুমতি পেল ইডি। এমনই নির্দেশ দিল আদালত। ইডি হেফাজতের মেয়ার শেষে জ্যোতিপ্রিয় মল্লিককে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। তবে, জেল হেফাজতের নির্দেশ পেলেও এদিন কিন্তু জেলের গাড়িতে গেলেন না। গেলেন সুমো গাড়িতে। এদিন আদালতে তোলার সময়ই জ্যোতিপ্রিয় বলেছিলেন, শরীর খারাপ, খুব খারাপ, খুব খারাপ। এরপর তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
জেল হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক
জেল হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক
advertisement

এদিনই মুখ বন্ধ খামে জমা পড়ল জোত্যিপ্ৰিয় মল্লিকের মেডিক্যাল রিপোর্ট। ইডি এই রিপোর্ট আদালতে জমা করবে। আগের দিন তদন্তকারী অফিসারকে আদালত নির্দেশ দিয়েছিল, কমান্ড হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠনের বিষয়ে তথ্য জমা দেওয়ার জন্য। এদিন আদালতের নির্দেশ শোনার পর জ্যোতিপ্রিয় বলেন, আদালত থেকে মুক্তি পেয়ে জেলে যাচ্ছি।

আরও পড়ুন: কালী মূর্তির জন্য ৫৭০ ভরি গয়না ছিল অনুব্রতর! কোথায় গেল? ঘটনা শুনলে মাথায় হাত দেবেন

advertisement

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ জামিনের আবেদন জানাননি জ্যোতিপ্রিয় মল্লিক, সূত্রের খবর এমনই। ইডি সূত্রে খবর, আদালতে তদন্তকারী সংস্থা দাবি করেছে, ৩ ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে স্ত্রী ও মেয়েকে বসাতে নির্দেশ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়ই।

আরও পড়ুন: ‘জীবনে লুডো খেলেছেন?’ জুনকে কেন এহেন মন্তব্য দিলীপ ঘোষের? তুঙ্গে শোরগোল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

স্ত্রী-মেয়ের মুখোমুখি জেরায় একথা স্বীকার করেছেন মন্ত্রী, আদালতে আরও দাবি করে ইডি। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তাঁর নেই। আদালতে এমনই রিপোর্ট জমা দিয়েছে কম্যান্ড হাসপাতাল, খবর সূত্রের। অন্যদিকে জ্যোতিপ্রিয় প্রথমে তিন কোম্পানির বিষয়ে অস্বীকার করলেও পরে অবশ্য সবটা মেনে নিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick News: জেলে গিয়েও শান্তি নেই, আদালতের এক নির্দেশে মাথায় হাত জ্যোতিপ্রিয়র! হাসছে ইডি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল