Dilip Ghosh June Malia: 'জীবনে লুডো খেলেছেন?' জুনকে কেন এহেন মন্তব্য দিলীপ ঘোষের? তুঙ্গে শোরগোল

Last Updated:

Dilip Ghosh June Malia: মেদিনীপুরে অলিগঞ্জ স্টার ক্লাবের কালীপূজা উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। জুন মালিয়ার খেলা হবে প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, জুন মালিয়া জীবনে লুডো খেলেছেন!

দিলীপ ঘোষের নিশানায় জুন মালিয়া
দিলীপ ঘোষের নিশানায় জুন মালিয়া
শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: ”জীবনে লুডু খেলেছেন? আমরা খেলা হবে বলি না, খেলা করি!” তৃণমূল বিধায়ক জুন মালিয়ার উদ্দেশ্যে এমন ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মেদিনীপুরে পুজা উদ্বোধনে এসে তৃণমূল বিধায়ককে কটাক্ষ করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সম্প্রতি লোকসভা ভোটকে সামনে রেখে জুন মালিয়ার খেলা হবে বক্তব্যের বিরোধিতা করে দিলীপ ঘোষ বলেন, ”জুন জীবনে কখনও লুডো খেলেছেন কিনা তাও সন্দেহ রয়েছে। তবে ২০২৪-এ খেলা হবে নয়, খেলা করিয়ে দেখাবে বিজেপি।”
মেদিনীপুরে অলিগঞ্জ স্টার ক্লাবের কালীপূজা উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। জুন মালিয়ার খেলা হবে প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, জুন মালিয়া জীবনে লুডো খেলেছেন! আদৌ তিনি কখনও লড়াই করেছেন বলে আমার মনে হয় না। তবে এটুকু ওঁর উদ্দেশ্যে বলতে পারি, আমরা খেলা হবে বলি না, আমরা খেলা করি। সেটা ২০২৪-এর লোকসভা নির্বাচনে দেখিয়ে দেব।” পাশাপাশি সার নিয়ে কালো বাজারি প্রসঙ্গেও রাজ্য সরকারকে একহাত নেন দিলীপ ঘোষ।
advertisement
advertisement
একই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”কেউ মরবে না। এর আগে পার্থ চট্টোপাধ্যায়, কেষ্ট মণ্ডলও বলেছিলেন। সবাই জেলে গিয়ে সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। বালু দাও জেলে সুরক্ষিত আছেন। কিছুদিন যেতে দিন, তারপর উনিও বুঝে যাবেন ওটাই ভাল জায়গা, ফিট হয়ে যাবেন।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh June Malia: 'জীবনে লুডো খেলেছেন?' জুনকে কেন এহেন মন্তব্য দিলীপ ঘোষের? তুঙ্গে শোরগোল
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement