গতকাল গ্রেফতারির পর আদালতে অসুস্থ হয়ে পড়েন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ এর পর মন্ত্রীর পরিবারের অনুরোধেই তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তির অনুমতি দেন বিচারক৷ হাইপারটেনশন, কিডনি, ব্লাড সুগার সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় বনমন্ত্রীকে৷ তবে হাসপাতালেও বনমন্ত্রীর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ইডি৷
আরও পড়ুন: বাড়ির পরিচারক ভুয়ো কোম্পানির ডিরেক্টর! অনুব্রতর দেখানো পথেই জ্যোতিপ্রয়, দাবি ইডি-র
advertisement
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সারাদিনে বনমন্ত্রীর হৃদরোগ এবং স্নায়ুরোগ সংক্রান্ত বেশ কিছু পরীক্ষা করা হয়েছে৷ এ ছাড়াও ব্লাড সুগার এবং সার্ভিকাল স্পাইনের পরীক্ষা করতে পাঠান হয়েছে৷
এ দিকে এ দিনই ব্যাঙ্কশাল কোর্টে হাজির হন কম্যান্ড হাসপাতালের দুই প্রতিনিধি৷ গতকাল আদালত নির্দেশ দিয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার জন্য ২৪ ঘণ্টার মধ্যে কম্যান্ড হাসপাতালকে মির্দেশ দিয়েছিল৷ কিন্তু তার পরেই বনমন্ত্রী আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ এই পরিস্থিতি তাদের কী করণীয়, তা জানতেই আদালতের দ্বারস্থ হন সেনাবাহিনীর দুই প্রতিনিধি৷ কম্যান্ড হাসপাতালের রোগীর বিপুল চাপের কথা উল্লেখ করে বনমন্ত্রীকে বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে রেখেই চিকিৎসা করার কথা বলেন সেনাবাহিনীর দুই আধিকারিক৷
যদিও কম্যান্ড হাসপাতালের এই প্রস্তাব মানতে রাজি হননি ইডি-র প্রতিনিধিরা৷ বনমন্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই তাঁঁকে তারা কম্যান্ড হাসপাতালে নিয়ে যেতে চান বলে আদালতে জানায় ইডি৷ বিচারকও জানিয়ে দেন, কম্যান্ড হাসপাতালে বনমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত যে নির্দেশ তিনি গতকাল দিয়েছিলেন, তাতে কোনও বদল হবে না৷ এ দিনও ইডি-র আধিকারিক ই এম বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে গিয়ে বনমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে আসেন৷ আপাতত হাসপাতাল পর্ব কাটিয়ে দ্রুত জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নিতে চাইছে ইডি৷