TRENDING:

Jyotipriya Mallick: জেরায় কখনও স্মিত, কখনও উচ্চকিত হাসি হাসছেন জ্যোতিপ্রিয়, নতুন কৌশলে মাথায় হাত ইডি-র

Last Updated:

Jyotipriya Mallick: রেশন বণ্টন মামলায় দুর্নীতির টাকা কোথায় গিয়েছে, কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, এই বিষয়ে ইতিমধ্যেই জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে বয়ান নথিবদ্ধ করেছে ইডি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েচেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দু’দিন হল হাসপাতাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে এসেছেন তিনি। বনমন্ত্রীর ঘনিষ্ঠরা বলে থাকেন, সামনে বসা মানুষকে কখনও স্মিত হেসে আবার কখনও উচ্চৈস্বরে হেসে আপন করার চেষ্টা বরাবরই রয়েছে জ্যোতিপ্রিয় ওরফে বালুর। ইডি সূত্রে খবর, দুর্নীতির জেরা চলাকালীনও এই কৌশলই নিয়েছেন মন্ত্রী।
জ্যোতিপ্রিয় মল্লিক
জ্যোতিপ্রিয় মল্লিক
advertisement

ইডি-র দাবি, যত অভিযোগের কথা তাঁকে বলা হচ্ছে, ততবার তিনি সেগুলোর সঙ্গে যুক্ত নন বলে উড়িয়ে দিচ্ছেন। এমনকী কখনও কখনও স্মিত হাসি লেগে রয়েছে জ্যোতিপ্রিয়র মুখে। রেশন বণ্টন মামলায় দুর্নীতির টাকা কোথায় গিয়েছে, কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, এই বিষয়ে ইতিমধ্যেই জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে বয়ান নথিবদ্ধ করেছে ইডি।

advertisement

আরও পড়ুন: খুব ইচ্ছে ছিল পার্থর, বাধ সাধেন জ্যোতিপ্রিয়! গ্রেফতার দুই নেতার ‘লড়াইয়ে’ নেত্রী হওয়া হল না অর্পিতার

সেই বয়ান জ্যোতিপ্রিয় মল্লিকের সামনে তুলে তুলে দেখানো হয়েছে। ২০ টি বাজেয়াপ্ত মোবাইলের হোয়াটসঅ্যাপ বার্তাও জ্যোতিপ্রিয়র সামনে তুলে ধরা হয়েছে। ইডি-র দাবি, এই সব শুনে একেবারে চুপ করে যাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করেই এই মামলায় মন্ত্রীর যোগসাজসের প্রমাণ মিলেছে বলে দাবি ইডির। তার পরেই জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: এমনই ভরসা, না দেখেই ফাইলে সই জ্যোতিপ্রিয়র, বাকিবুরের আর কত সম্পত্তি বাকি? মাথায় হাত ইডি-রও

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

ইডি সূত্রের খবর, প্রাথমিক ভাবে তারা ঠিক করেছিল যে, জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ইডির প্রাথমিক পরিকল্পনা সফল হয়নি। ১৪ দিনের ইডি হেফাজতের পর বাকিবুর এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। অন্য দিকে, কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখন ইডি হেফাজতে রয়েছেন জ্যোতিপ্রিয়। রেশনে খাদ্যশস্যের পরিমাণ কমানো নিয়ে বাকিবুর যে বয়ান ইডিকে দিয়েছেন, তার ভিত্তিতেও মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: জেরায় কখনও স্মিত, কখনও উচ্চকিত হাসি হাসছেন জ্যোতিপ্রিয়, নতুন কৌশলে মাথায় হাত ইডি-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল