ইডির দফতর সিজিও কমপ্লক্স থেকে বেরিয়ে জ্যোতিপ্রিয় তিন বার বলেন, ‘আমি নির্দোষ’। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি মুক্ত হবেন?’। জোত্যিপ্ৰিয় বলেন, ‘ভাল নেই আমি। কোর্টে যাচ্ছি। আমি নির্দোষ। যা করেছে অনৈতিক কাজ করেছে। কোর্টে নিশ্চয়ই কোনও ভাবে মুক্তি দেবে। আমি নির্দোষ, আমি নির্দোষ।’
আরও পড়ুন: ‘মমতাদি-অভিষেক সব জানে, ৪ দিন অপেক্ষা করুন’, সিজিও থেকে হাসপাতালের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
advertisement
এরই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, তিনি অসুস্থ। রেশন বণ্টন দুর্নীতির মামলায় ইডি হেফাজতে থাকা বালুকে সোমবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। গত শুক্রবার হাসপাতালে যাওয়ার সময় জ্যোতিপ্রিয়র মন্তব্যে তোলপাড় হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। মমতাদি-অভিষেক সবটা জানে। আমি দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব।’
আরও পড়ুন: জেরায় কখনও স্মিত, কখনও উচ্চকিত হাসি হাসছেন জ্যোতিপ্রিয়, নতুন কৌশলে মাথায় হাত ইডি-র
জ্যোতিপ্রিয় মল্লিক আরও দাবি করেছিলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতাদি জানে, মমতাদি ব্যাপারটা পুরোটাই জানে। আমি দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব। এটা পরিষ্কার জেনে রাখুন। বিজেপি আমাকে ফাঁসিয়েছে। আমি অলরেডি এর মধ্যেই মুক্ত হয়ে গিয়েছি। ৪ দিন অপেক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি আছি।’
অর্পিতা হাজরা