জ্যোতিপ্রিয় মল্লিকের আরও দাবি, ‘আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতাদি জানে, মমতাদি ব্যাপারটা পুরোটাই জানে। আমি দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব। এটা পরিষ্কার জেনে রাখুন। বিজেপি আমাকে ফাঁসিয়েছে। আমি অলরেডি এর মধ্যেই মুক্ত হয়ে গিয়েছি। ৪ দিন অপেক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি আছি।’
আরও পড়ুন: কাউন্টডাউন শুরু, ধনতেরাসের দিন এই ৩ জিনিস ভুলেও কিনবেন না! জানুন
advertisement
তিন দিন হল হাসপাতাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে এসেছেন তিনি। বনমন্ত্রীর ঘনিষ্ঠরা বলে থাকেন, সামনে বসা মানুষকে কখনও স্মিত হেসে আবার কখনও উচ্চৈস্বরে হেসে আপন করার চেষ্টা বরাবরই রয়েছে জ্যোতিপ্রিয় ওরফে বালুর। ইডি সূত্রে খবর, দুর্নীতির জেরা চলাকালীনও এই কৌশলই নিয়েছেন মন্ত্রী। ইডি-র দাবি, যত অভিযোগের কথা তাঁকে বলা হচ্ছে, ততবার তিনি সেগুলোর সঙ্গে যুক্ত নন বলে উড়িয়ে দিচ্ছেন। এমনকী কখনও কখনও স্মিত হাসি লেগে রয়েছে জ্যোতিপ্রিয়র মুখে।
আরও পড়ুন: জেরায় কখনও স্মিত, কখনও উচ্চকিত হাসি হাসছেন জ্যোতিপ্রিয়, নতুন কৌশলে মাথায় হাত ইডি-র
রেশন বণ্টন মামলায় দুর্নীতির টাকা কোথায় গিয়েছে, কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, এই বিষয়ে ইতিমধ্যেই জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে বয়ান নথিবদ্ধ করেছে ইডি। ইডি-র দাবি, এই সব শুনে একেবারে চুপ করে যাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করেই এই মামলায় মন্ত্রীর যোগসাজসের প্রমাণ মিলেছে বলে দাবি ইডির। তার পরেই জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে এদিন সংবাদমাধ্যমের সামনে প্রথমবার মুখ খোলেন ধৃত নেতা।
অনুপ চক্রবর্তী