জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পরের দিনই আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়৷ সেই সময় তাঁর পরিবারের আর্জি মেনে তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়৷ বেশ কয়েকদিন সেখানে চিকিৎসা চলার পরে অবশেষে অভিযুক্ত মন্ত্রীকে হেফাজতে পায় ইডি৷
জ্যোতিপ্রিয় মল্লিকের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, পাশাপাশি, কিডনির সমস্যাতেও ভোগেন তিনি৷ সেই কারণে, তাঁকে বিশেষ ডায়েট মেনে চলতে হয় বলে আদালতে জানিয়েছিলেন তাঁর আইনজীবী৷ ইডি হেফাজতে থাকাকালীন তাই জ্যোতিপ্রিয়কে বাড়ির তৈরি খাবার খাওয়ার অনুমতি দিয়েছিল আদালত৷ বাড়ির তৈরি সেই খাবার প্রথমে বাড়ির সদস্যদের খাওয়ানোর পরেই দেওয়া হত অসুস্থ মন্ত্রীকে৷
advertisement
কিন্তু, রবিবার ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত হয় জ্যোতিপ্রিয় মল্লিকের। ফলে তিনি কোন খাবার খাবেন, তা নিয়ে আদালতে একটি পৃথক আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। তার প্রেক্ষিতে জেল কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলা হয়েছিল৷
গতকাল, অর্থাৎ, রবিবার আদালত প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে জানতে চায়, বেসরকারি হাসপাতালের ডায়েট চার্ট মেনে জ্যোতিপ্রিয় মল্লিককে খাবার দেওয়ার পরিকাঠানো সেখানে রয়েছে কি না, তা জানিয়ে একটি রিপোর্ট পেশ করতে৷ সোমবার একটি মুখবন্ধ খামে সেই রিপোর্ট পেশ করেন সংশোধনাগার কর্তৃপক্ষ৷ সূত্রের খবর, সেই রিপোর্টে জানিয়েছেন, জেলে ডায়েট চার্ট মেনে খাবার খাওয়ার পরিকাঠামো আছে৷
আরও পড়ুন: বাকিবুরের ‘কালো’ টাকা কোন ম্যাজিকে ‘সাদা’ হত! জানতে মন্ত্রীর আয়কর নথি ঘাঁটবে ইডি
সোমবার অভিযুক্ত মন্ত্রীর আইনজীবী অনিন্দ্য রাউত বলেন, ‘‘জেল কর্তৃপক্ষ আজ রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে উল্লেখ আছে, জেলের পরিকাঠামো আছে ডায়েট চার্ট মেনে খাবার দিতে পারবে। ফলে আজ থেকে জেলের খাবার জোত্যিপ্ৰিয় মল্লিক খাবেন। বাড়ির খাবারের প্রয়োজনীয়তা আর নেই।’’