TRENDING:

Jyotipriya Mallick: 'সম্পত্তির আয়ের উৎস কী? এত টাকা কোথা থেকে পেয়েছেন?' ইডি-র প্রশ্ন শুনে কী বললেন জ্যোতিপ্রিয়?

Last Updated:

Jyotipriya Mallick: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক৷ জ্যোতিপ্রিয় মল্লিককে সোমবার রাতে বাইপাসের ধারে নার্সিং হোম থেকে ছাড়া হয়। এরপর সোজা সিজিও কমপ্লেক্সে আসেন। তারপর থেকেই শুরু হয়েছে জেরা। তিনি আপাতত সুস্থ রয়েছেন, এমনটাই দাবি ইডির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক৷ জ্যোতিপ্রিয় মল্লিককে সোমবার রাতে বাইপাসের ধারে নার্সিং হোম থেকে ছাড়া হয়। এরপর সোজা সিজিও কমপ্লেক্সে আসেন। তারপর থেকেই শুরু হয়েছে জেরা। তিনি আপাতত সুস্থ রয়েছেন, এমনটাই দাবি ইডির। সোমবার দুপুর ১২ টা থেকে শুরু হয় জেরা। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র সঙ্গে  রেশন দুর্নীতিতে বাকিবুরের সঙ্গে যোগাযোগ কীভাবে? কতদিন ধরে চেনেন তাকে? বাকিবুরের থেকে জ্যোতিপ্রিয়র কাছে কীভাবে লেনদেন চলত? শেল কোম্পানিতে কীভাবে কোটি কোটি টাকা মানি ট্রেল হয়েছে? সম্পত্তির আয়ের উৎস কি? টাকা কোথা থেকে পেয়েছেন? জ্যোতিপ্রিয় ফ্যামিলি ফ্রেন্ড কি বাকিবুর? কারণ জ্যোতিপ্রিয় ফ্যামিলির ফ্লাইট এর বিদেশে যাওয়ার টিকিট ও ক্যানসেল এর টাকা দিয়েছিল বাকিবুর। বাকিবুরের সঙ্গে ঘনিষ্ঠতা ও আর্থিক লেনদেনকে ভিত্তি করেই চলে জেরা।
ইডি-র প্রশ্ন শুনে কী বললেন জ্যোতিপ্রিয়?
ইডি-র প্রশ্ন শুনে কী বললেন জ্যোতিপ্রিয়?
advertisement

ইডি সূত্রে খবর, এদিন অমিত দে ও অভিজিৎ দাশকেও তলব করেছিল ইডি। তাঁদের দেওয়া আগের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে। তাঁদের বয়ানের উপর ভিত্তি করেও বেশ কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে ইডির আধিকারিকরা ।

আরও পড়ুন- বিছানায় ‘এটা’ই বেশি ব্যবহার করেন রণবীর! বিচ্ছেদের পরও ‘এক বাক্স’ উপহার দিতে চেয়েছিলেন দীপিকা, কী জানেন?

advertisement

আরও পড়ুন- অষ্টমীর রাতেই সব শেষ! প্রিয়জনকে হারালেন সুদীপা, শোকে পাথর ‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী

এদিন, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আইএএস জোতিষষ্মান চট্টোপাধ্যায় এলেন সিজিও দফতরে। আজ ফের তাঁকে তলব করা হয় তাকে। তিনি আসেন ইডির দফতরে। তাঁর বয়ান রেকর্ড করা হয় । অন্যদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভা প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে তলব করেছে ইডি। এদিন তাঁকে ও জোতিষষ্মানকে জিজ্ঞাসাবাদ করে ইডি। পাচু রায় সিজিও ইডি দফতরে আসেন। ২০১১-১৬ পর্যন্ত চেয়ারম্যান ছিলেন তিনি।পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়  মনোজ কুমার মহনট,   বাবা মেঘ রাজ মহনট ফ্ল্যাটে এবার হাওড়ায় ইডির তল্লাশিতে আসে। ইডির  ৩ জন অধিকারিক  আসেন ।

advertisement

দু’বছর ধরে এই ফ্ল্যাট এ থাকেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একটি কোম্পানিতে ইনভেস্টমেন্ট লিঙ্ক মিলেছে । সেই সূত্র ধরে অভিযান চলছে ।প্রসঙ্গত, এর আগে  মণিশ কোঠারির ঘনিষ্ঠ  হিসাবে গরু পাচার মামলায় মনোজের নাম এসেছে । গরু পাচার মামলায় চার্জশিটে নাম  ছিল  মনোজের । মণিশ কোঠারি ঘনিষ্ট মনোজ মহনট। মণিশ কোঠারির মাধ্যমে পরিচয় অনুব্রত মন্ডলের সঙ্গে । সূত্রের খবর, হাওলার  কাজ করত এই মনোজ। কালো টাকা সাদা করত ও মোটা পার্সেন্টেজ নিয়ে কাজ করত বলে অভিযোগ। বেলা সাড়ে ১২ টা থেকে চলে তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলাতে এদিন হাওড়া সহ কয়েকটি জায়গায় তল্লাশি চলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: 'সম্পত্তির আয়ের উৎস কী? এত টাকা কোথা থেকে পেয়েছেন?' ইডি-র প্রশ্ন শুনে কী বললেন জ্যোতিপ্রিয়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল