ইডি সূত্রে খবর, এদিন অমিত দে ও অভিজিৎ দাশকেও তলব করেছিল ইডি। তাঁদের দেওয়া আগের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে। তাঁদের বয়ানের উপর ভিত্তি করেও বেশ কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে ইডির আধিকারিকরা ।
advertisement
আরও পড়ুন- অষ্টমীর রাতেই সব শেষ! প্রিয়জনকে হারালেন সুদীপা, শোকে পাথর ‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী
এদিন, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আইএএস জোতিষষ্মান চট্টোপাধ্যায় এলেন সিজিও দফতরে। আজ ফের তাঁকে তলব করা হয় তাকে। তিনি আসেন ইডির দফতরে। তাঁর বয়ান রেকর্ড করা হয় । অন্যদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভা প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে তলব করেছে ইডি। এদিন তাঁকে ও জোতিষষ্মানকে জিজ্ঞাসাবাদ করে ইডি। পাচু রায় সিজিও ইডি দফতরে আসেন। ২০১১-১৬ পর্যন্ত চেয়ারম্যান ছিলেন তিনি।পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মনোজ কুমার মহনট, বাবা মেঘ রাজ মহনট ফ্ল্যাটে এবার হাওড়ায় ইডির তল্লাশিতে আসে। ইডির ৩ জন অধিকারিক আসেন ।
দু’বছর ধরে এই ফ্ল্যাট এ থাকেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একটি কোম্পানিতে ইনভেস্টমেন্ট লিঙ্ক মিলেছে । সেই সূত্র ধরে অভিযান চলছে ।প্রসঙ্গত, এর আগে মণিশ কোঠারির ঘনিষ্ঠ হিসাবে গরু পাচার মামলায় মনোজের নাম এসেছে । গরু পাচার মামলায় চার্জশিটে নাম ছিল মনোজের । মণিশ কোঠারি ঘনিষ্ট মনোজ মহনট। মণিশ কোঠারির মাধ্যমে পরিচয় অনুব্রত মন্ডলের সঙ্গে । সূত্রের খবর, হাওলার কাজ করত এই মনোজ। কালো টাকা সাদা করত ও মোটা পার্সেন্টেজ নিয়ে কাজ করত বলে অভিযোগ। বেলা সাড়ে ১২ টা থেকে চলে তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলাতে এদিন হাওড়া সহ কয়েকটি জায়গায় তল্লাশি চলে।
ARPITA HAZRA