বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংযোজন, ''কতবার লন্ডনে গেছেন মানিক ভট্টাচার্য ? তার বাড়ির ঠিকানা জানেন ? আমি বলতে পারি, শুনবেন? লন্ডনে তার বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি।'' যদিও এরপরই সিবিআই জানায়, ''তিন সপ্তাহ পরে আমরা রিপোর্ট পেশ করব। তারপরে তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাসকে সরানোর নির্দেশ দেওয়া হোক।'' যদিও বিচারপতি সাফ জানিয়ে দেন, ''না, নির্দেশে পরিবর্তন হবে না।''
advertisement
আরও পড়ুন: ৪৫ হাজার মানুষের পরিষেবা, অনুব্রতর জেলায় বিরাট ঘোষণা মমতার! তোলপাড় বীরভূম
আদালতের নির্দেশ মোতাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিন জন আধিকারিকের নাম জমা দেয় সিবিআই। কিছুদিন পরে নতুন তদন্তকারী আধিকারিকের নাম জানাবে আদালত। হেফাজতে থাকা একজন প্রভাবশালী ব্যক্তির দুটি বৈধ পাসপোর্ট রয়েছে। আদালতে জানাল সিবিআই। তদন্তকারী সংস্থা জানায়, ''আমরা কিছু এসএমএস উদ্ধার করতে পেরেছি। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কিছু সূত্র আমরা পেয়েছি মানিক ভট্টাচার্যর কাছ থেকে।'' বিচারপতি প্রশ্ন করেন, ''কার পাসপোর্ট আছে? মানিক ভট্টাচার্যর?'' সিবিআই জানায়, ''হ্যাঁ, মানিক ভট্টাচার্যর।''
আরও পড়ুন: 'কাল শুনেছি সারা দেশে রেইড হয়েছে!' বীরভূমে বিস্ফোরক অভিযোগ মমতার! যা বললেন, তুঙ্গে শোরগোল
''কতবার লন্ডনে গেছেন মানিক ? তার বাড়ির ঠিকানা জানেন ? আমি বলতে পারি, শুনবেন ? লন্ডনে তার বাড়ির পাশে কার বাড়ি জানেন ? আমি জানি। এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এটাই তো আমি আগে বলেছি। সব তদন্ত আমি করলে তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাস কী করেছেন?'' সিবিআই কে প্রশ্ন বিচারপতি।