পর্ষদের আপার ডিভিশন কেরাণীকে দিয়ে হলফনামা জমা দেওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল, একটি আবেদনের প্রেক্ষিতে শিক্ষকের স্থানান্তরের বিষয়ে চেয়ারম্যানকে হলফনামা জমা দিতে। মধুসূদনবাবু আদালতে জানান, তিনি করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন, তাই এই কাজ করেছেন। তবে তিনি ক্ষমা চাইছেন।
আরও পড়ুন: ভরা বিধানসভা, সকলকে চমকে দিয়ে এ কী করলেন বাবুল সুপ্রিয়! অনুরোধ খোদ স্পিকারের
advertisement
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘অসুস্থ হলে পদত্যাগ করুন অন্য কেউ কাজ করবেন। আমি মনে করি, আপনি শারীরিক ভাবে এই পদে কাজ করতে অপারগ।’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, রাজ্যের শিক্ষা সচিব এই চেয়ারম্যানকে সরানোর বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।
এক প্রাথমিক শিক্ষকের বদলি সংক্রান্ত মামলায় এমন নির্দেশ দিয়েছেন তিনি। মামলাকারী আইনজীবী ফিরদৌস সামিম জানান, বদলির নির্দেশ আদালত দেয়নি। তবে পূর্ব বর্ধমান DPSC ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। বুধবার ওই চেযারম্যানকে এজলাসে তলব করা হয়। তারপরই কর্তব্যে গাফিলতির কারণে আদালতের বরখাস্তের পদক্ষেপ।