মঙ্গলবার একটি নির্দেশিকা দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, শিক্ষা সংক্রান্ত কোনও মামলার শুনানি আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হবে না। তাঁর হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার দায়িত্ব দেওয়া হল হাই কোর্টেরই অন্য বিচারপতি রাজশেখর মান্থাকে।
আরও পড়ুন : মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম উঠতেই বললেন…
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবারও বিচারপতিদের বিচার্য বিষয় বদলের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমই। তাঁরই স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে।
এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সাম্প্রতিক এবং নজিরবিহীন সংঘাত নিয়ে এজলাসে বসে লজ্জা প্রকাশ করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।