বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ''এখন তো মামলা মেনশনের সময় নেই। তা ছাড়া এ ভাবে বলছেন কেন? এ ভাবে কি মামলা করা যায়?'' মহিলা বলেন, ''বঞ্চিত হয়ে অনেক বছর ধরে ঘুরছি। কয়েক বার আত্মহত্যা করতে গিয়েছিলাম। বাচ্চার মুখের দিকে চেয়ে করতে পারিনি। এর আগে মামলা করেও কিছু হয়নি। আপনি সাহায্য করুন। আপনাকে আমরা ভগবানের মতো দেখি।''
advertisement
আরও পড়ুন: 'তৃণমূলের কেউ কোনও ক্ষতি করতে পারবে না', শুভেন্দুর ডিসেম্বর হুঁশিয়ারি উড়িয়ে দিলেন পার্থ
আক্ষেপের সুরে বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা বলেন, ''আমি আর আগেই মতো নেই। আর আমি ভগবান-টগবান নই। আমি শয়তান হয়ে গিয়েছি। ভগবান থেকে শয়তান!'' মহিলা তখন পাল্টা বলেন, ''এ ভাবে বলবেন না! আপনি যা দেশের জন্য যা করেছেন তা অতুলনীয়। আপনাকে অনেক ধন্যবাদ।''
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর রক্ষাকবচকে চ্য়ালেঞ্জ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন আইনজীবী
বিচারপতি এরপর বলেন, ''আপনার মামলার নম্বর কত? দিয়ে যান বুধবার বিষয়টি দেখতে পারি।'' এজলাস ছেড়ে যাওয়ার পথে হঠাৎ পা পিছলে ওই মহিলা পড়ে যান। কয়েকজন আইনজীবী তাঁকে তুলে ধরেন। মহিলা বলেন, "মাথা ঘুরে গিয়েছিল!" বিচারপতি বলেন, ''সাবধানে যান। মামলা হবে। চিন্তা করবেন না।'' প্রসঙ্গত, গত সপ্তাহে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ''আমার মন্তব্যের অন্য মানে করা হচ্ছে। আমি আর মন্তব্য করব না।''