তিনি আরও বলেন, “তুষার তালুকদার পুলিশ কমিশনার থাকার সময় থেকেই এমন ট্রাফিক সামলানোর পারদর্শীতা দেখিয়ে আসছে। মুম্বই বা বেঙ্গালুরুর তুলনায় আমাদের কলকাতা ট্রাফিক পুলিশ খুব ভাল। ভিড় সামলানোতেও আমাদের কলকাতা ট্রাফিক পুলিশ দক্ষ।”
এদিন আইনজীবীদের কাছে শহরে যানজটের বিষয়ে জানতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকের কাছ থেকে এদিন তিনি হাওড়া ব্রিজের যানজট সম্পর্কিত তথ্য পান।
advertisement
আরও পড়ুন, হাওড়া ব্রিজে বন্ধ যান চলাচল! আদিবাসী সংগঠনের মিছিলের জেরে চরম দুর্ভোগ
আরও পড়ুন, ডেঙ্গি মশারূপী অসুর বধ করতে ব্লিচিং হাতে মা দুর্গা মর্তে!কাউন্সিলরের অভিনব ভাবনা
প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘গত ৫-৭ বছর কলকাতা ট্রাফিক পুলিশ ভাল কাজ করছে।’ তারপরেই বিচারপতি জানান, “কলকাতা ট্রাফিক পুলিশ বরাবর ভাল কাজ করে। তুষার তালুকদার সময় থেকে পারদর্শীতা আরও বেড়েছে।”