TRENDING:

Lalbazaar Abhijan: প্রতিবাদের মুখে ২২ ঘণ্টা পর সরল পুলিশের ব‍্যারিকেড, লালবাজারে কমিশনারের মুখোমুখি চিকিৎসকরা

Last Updated:

Lalbazaar Abhijan: সোমবার লালবাজারের কাছে জুনিয়র চিকিৎসকদের মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ৷ এরপর রাস্তার উপরেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷ এবার ২২ ঘণ্টা পর অবশেষে ব‍্যারিকেড তুলছে পুলিশ। লালবাজার যাবেন ২২ সদস্যের চিকিৎসকদের প্রতিনিধি দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোমবার লালবাজারের কাছে জুনিয়র চিকিৎসকদের মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ৷ এরপর রাস্তার উপরেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷ এবার ২২ ঘণ্টা পর অবশেষে ব‍্যারিকেড তুলছে পুলিশ। লালবাজার যাবেন ২২ সদস্যের চিকিৎসকদের প্রতিনিধি দল। এবার ঢুকতে শুরু করল মিছিল। বেন্টিঙ্ক স্ট্রিটের ১০০ মিটার আগেই থামানো হল মিছিল। গানের সুরে, স্লোগানে স্লোগানে একশো মিটার পথ এগিয়ে আপাতত অপেক্ষা করছেন চিকিৎসকেরা। মানববন্ধন করে লালবাজারের পথে এগোচ্ছেন আন্দোলনরত চিকিত্‍সকরা।
প্রতিবাদের মুখে ২২ ঘণ্টা পর সরল পুলিশের ব‍্যারিকেড, লালবাজারে কমিশনারের মুখোমুখি হচ্ছেন চিকিৎসকরা
প্রতিবাদের মুখে ২২ ঘণ্টা পর সরল পুলিশের ব‍্যারিকেড, লালবাজারে কমিশনারের মুখোমুখি হচ্ছেন চিকিৎসকরা
advertisement

সূত্রের খবর অনুযায়ী, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত মানববন্ধন করে যাবেন সকলে। তারপর ২২ জন যাবেন। কিছুক্ষণের মধ্যে খুলে দেওয়া হবে ব্যারিকেড। বেন্টিংক স্ট্রিটের আগে পর্যন্ত যেতে পারবে মিছিল। জানা গিয়েছে, ২২ সদস‍্যের প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন।

প্রসঙ্গত, পুলিশ ব‍্যারিকেড দিয়ে মিছিল আটকানোর পর রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।  আর ব্যারিকেডের ওপারে চেয়ারে বসে পুলিশকর্মীরা৷ সোমবার দুপুরের পর থেকে এটাই ছিল লালবাজারের অদূরে ফিয়ার্স লেনের সামনে বি বি গাঙ্গুলি  স্ট্রিটের ছবি৷

advertisement

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, ভিটামিনে ঠাসা, করে হজম, কমায় বাড়তি ওজন, তবু কাদের খাওয়া বারণ পেঁপে? ভুল করবেন না, এখনই জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাতভর রাস্তাতেই বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ চলছিল স্লোগান, গান৷ শান্তিপূর্ণ বিক্ষোভ হওয়ায় পুলিশকর্মীরাও চেয়ারে খানিক নিশ্চিন্ত হয়েই বসেছিলেন৷ আচমকাই ভোররাত পৌনে চারটে নাগাদ জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ জাতীয় সঙ্গীত শুনে তড়িঘড়ি উঠে দাঁড়ান চেয়ারে বসে থাকা পুলিশকর্মীরা৷ জুনিয়র চিকিৎসকদের সূত্রে অবশ্য খবর, পুুলিশকর্মীদের চেয়ার ছেড়ে দাঁড় করাতেই জাতীয় সঙ্গীত গাওয়ার সিদ্ধান্ত হয়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lalbazaar Abhijan: প্রতিবাদের মুখে ২২ ঘণ্টা পর সরল পুলিশের ব‍্যারিকেড, লালবাজারে কমিশনারের মুখোমুখি চিকিৎসকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল