সূত্রের খবর অনুযায়ী, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত মানববন্ধন করে যাবেন সকলে। তারপর ২২ জন যাবেন। কিছুক্ষণের মধ্যে খুলে দেওয়া হবে ব্যারিকেড। বেন্টিংক স্ট্রিটের আগে পর্যন্ত যেতে পারবে মিছিল। জানা গিয়েছে, ২২ সদস্যের প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন।
প্রসঙ্গত, পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর পর রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আর ব্যারিকেডের ওপারে চেয়ারে বসে পুলিশকর্মীরা৷ সোমবার দুপুরের পর থেকে এটাই ছিল লালবাজারের অদূরে ফিয়ার্স লেনের সামনে বি বি গাঙ্গুলি স্ট্রিটের ছবি৷
advertisement
নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাতভর রাস্তাতেই বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ চলছিল স্লোগান, গান৷ শান্তিপূর্ণ বিক্ষোভ হওয়ায় পুলিশকর্মীরাও চেয়ারে খানিক নিশ্চিন্ত হয়েই বসেছিলেন৷ আচমকাই ভোররাত পৌনে চারটে নাগাদ জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ জাতীয় সঙ্গীত শুনে তড়িঘড়ি উঠে দাঁড়ান চেয়ারে বসে থাকা পুলিশকর্মীরা৷ জুনিয়র চিকিৎসকদের সূত্রে অবশ্য খবর, পুুলিশকর্মীদের চেয়ার ছেড়ে দাঁড় করাতেই জাতীয় সঙ্গীত গাওয়ার সিদ্ধান্ত হয়৷