আন্তজার্তিক সম্পর্ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন দেবস্মিতা চৌধুরী ৷ মঙ্গলবার সমাবর্তন অনুষ্ঠানে স্বর্ণপদক ও শংসাপত্র হাতে নেওয়ার পর মঞ্চে দাঁড়িয়েই CAA-এর প্রতিলিপি ছিুঁড়ে ফেলেন তিনি ৷ তারপর ‘হাম কাগজ নেহি দিখায়েঙ্গে ইনকিলাব জিন্দাবাদ’ বলে স্লোগান দেন দেবস্মিতাও ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদের ভিডিও ৷
মঙ্গলবার দেড় ঘন্টার বিক্ষোভ , যাদবপুর বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ রাজ্যপালকে ছাড়াই হবে সমাবর্তন অনুষ্ঠান ৷ উপাচার্য জানিয়ে দেন যেহেতু বিক্ষোভের জেরে রাজ্যপাল যিনি চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের ঢুকতেই পারেননি তাই তাঁকে ছাড়াই পড়ুয়ারদের মেডেল দেওয়া হবে ৷ উপাচার্য জানিয়ে দেন যেহেতু বহু পড়ুয়া বহুদূর থেকে এসেছেন তাই আচার্য না থাকলেও তাঁদের সম্মান দান থেকে বঞ্চিত করা হবে না ৷
advertisement