আরও পড়ুনঃ চা খাইয়ে সৌরভই নিয়ে গিয়েছিল সিনিয়রদের ঘরে, তার পরে ৬ জন মিলে তিন ঘণ্টা টানা ‘নির্যাতন’?
আসানসোল রেলপার কেটি রোডের বাসিন্দা আফজাল ও তাঁর স্ত্রী জানান তাঁদের ছেলে আসিফ ঘটনার পর আসানসোলের বাড়িতে এসেছিল। তবে বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে বারবার ডাকায় সে দুই দিন পরেই চলে যায়। গতকাল, মঙ্গলবার রার ১০-১১ টা পর্যন্ত ছেলের সঙ্গে বাবার কথা হয়েছিল। ছেলে তখনও পড়াশোনা করছিল। তারপর, রাত দেড়টা নাগাদ তাঁরা জানতে পারেন, ছেলে আসিফ সহ কয়েকজনকে যাদবপুর কাণ্ডে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
বাকি আটকদের মধ্যে রেয়েছে, জম্মু-কাশ্মীরের বাসিন্দা মহম্মদ আরিফ, উত্তর ২৪ পরগণার কাদিহাটির অঙ্কন সরকার, সদ্য প্রাক্তনী কুলতলির অসিত সরদার, সদ্য প্রাক্তনী সুন্দরবনের মাধবপুরের সুমন নস্কর। জেরায় পুলিশ জানতে পারে, মৃত পড়ুয়ার মৃত্যুর সময়ে ঘটনাস্থলে ছিল মহম্মদ আরিফ এবং ২০২৩-এ সংস্কৃত বিভাগ থেকে পাস আউট অসিত।