জানা গিয়েছে, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ছয় পড়ুয়াকে আপাতত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সহ হস্টেলে ঢুকতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্তে ৬ পড়ুয়ার শাস্তির কথা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ছাত্র সংসদকে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! দক্ষিণবঙ্গে ঢুকল শীত, আগামী ৪৮ ঘণ্টায় আরও কতটা কমবে তাপমাত্রা? রইল পূর্বাভাস
দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষ, মোঃ আসিফ আনসারী, অঙ্কন সরকার, সত্যব্রত রায়, মোঃ আরিফ, এই ছয় পড়ুয়ার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই ছয় পড়ুয়া আপাতত বিচার বিভাগীয় তদন্তের জন্য বন্দি। বিশ্ববিদ্যালয়ের তরফে এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত তাঁদের ক্ষেত্রে এ বার নির্দেশিকা আকারে জারি করা হল।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, জামিন পেলেও এই পড়ুয়ারা ক্যাম্পাস বা হস্টেলে ঢুকতে পারবে না। যতদিন পর্যন্ত এই ঘটনার বিচার হচ্ছে, ততদিন এই দিদ্ধান্ত বহাল থাকবে। আপাতত এই ছয় পড়ুয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার বলা যেতে পারে।
Somraj Bandyopadhyay