গত শনিবার রাতে বঙ্গ বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তীও উপস্থিত ছিলেন জেপি নাড্ডার সাংগঠনিক বৈঠকে। বিজেপি সূত্রের খবর, জেপি নাড্ডা মিঠুন চক্রবর্তীকে লোকসভা ভোটে বাংলায় বেশি সময় দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, দলের নির্দেশ মতো তিনি কাজ করবেন। দল যা নির্দেশ দেবেন তিনি তা পালন করতে প্রস্তুত।
advertisement
আরও পড়ুন: ‘সিনিয়রদের জন্য গাঁজা বানাতে হত’, সহপাঠীর চ্যাটে র্যাগিংয়ের প্রমাণ!
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রচার থেকে সাংগঠনিক বৈঠক করতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। এবার কি তাহলে লোকসভা ভোটের আগেও রাজ্যে ২০২৪-কে পাখির চোখ করে সক্রিয় রাজনীতিতে দেখা যাবে ‘মহাগুরু’কে? মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাংলা ও বাঙালি আবেগ জড়িয়ে, রাজনৈতিকভাবে সেই বিষয়টাকেই কাজে লাগাতে চাইছে পদ্ম শিবির৷ তেমনটাই মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: সম্ভবত যৌন সক্ষমতার প্রমাণ দিতে হয়েছিল! চাঞ্চল্যকর দাবি স্বপ্নদীপের সহপাঠীর
গত বিধানসভা নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীকে গেরুয়া শিবিরের একাধিক প্রার্থীর সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে যোগ দিতে দেখা গিয়েছিল। বছর ঘুরলেই লোকসভা ভোট। দিল্লির মসনদ দখলের লড়াই। এবার সেই প্রেক্ষাপটে বঙ্গে কি ফের সক্রিয় ভূমিকা নিতে দেখা যাবে তাঁকে? জে পি নাড্ডার সঙ্গে মিঠুন চক্রবর্তীর সাক্ষাতের পরে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী