রাজা দা বহুদিনের সাংবাদিক ৷ তাঁর কেরিয়ার শুরু হয়েছিল ২৪ ঘণ্টা, ৭ দিন অনবরত খবরের চ্যানেলের যে ট্রেন্ড তাঁর অনেক আগে থেকে ৷ আজকের প্রবীণ সাংবাদিক থেকে নতুন কেরিয়ারে আসা সব সাংবাদিকের কাছেই তিনি ছিলেন দারুণ পরিচিত ৷ কারণ, মানুষটি ছিলেন এমনই৷ সদা হাসি মুখ আর মগজে জ্ঞানের ভান্ডার৷ তবুও, সাংবাদিক জগতে গত কয়েক বছর আগে ‘শাট ডাউন’ শব্দে তাঁর জ্ঞান কাজেই লাগল না ৷ কেরিয়ার তৈরির দৌঁড়ে যেন ক্রমশ পিছিয়ে পড়লেন তিনি ৷ তবুও দমে যাননি ৷ নিজের জ্ঞানের জোরে এগিয়ে গিয়েছেন ৷
advertisement
কলকাতা থেকে শিলিগুড়ি গিয়ে নতুন করে জীবন শুরু করলেন ৷ সঙ্গে স্ত্রী ৷ তবে এবার আর সাংবাদিকতা নয় ! বরং নিজের সবচেয়ে ভাল লাগা বিষয় অর্থাৎ ‘ঘোরা-ফেরা’ নিয়ে শুরু করলেন নতুন কেরিয়ার ৷ ট্র্যাভেলগ নিয়ে অগাধ জ্ঞান ছিল তাঁর ৷ হাতের চেটোয় ছিল ভূগোলের খোঁজ ৷ শুরু করেছিলেন নিজের ট্যুর ও ট্র্যাভেলের ব্যবসা ৷ তবে মাঝে মধ্যে নানা ওয়েবসাইটে, ব্লগে লিখতেন৷ কলমের জোর দেখাতেন সেখানেই৷ আকাশবাণীতে বক্তব্য রেখেছেন বহুবার৷ কিন্তু আজ সব স্তব্ধ ৷ হঠাৎই খবর এল বৃহস্পতিবার সকাল বেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন রাজা দা ! লকডাউনের মাঝে এ খবর যেন আরও মন খারাপের ৷
ভাল থেকো রাজা দা ৷ সাংবাদিক বন্ধুদের তরফ থেকে রইল অপার ভালবাসা ...