সোমবার থেকে বুধবার, এই তিন দিন সকাল ৮ থেকে ১১ এবং দুপুর ৩ থেকে সন্ধে ৭ পর্যন্ত তারা বাস চালাবে। অন্য সময়ে বাস চালাবে না।
রাজ্য সরকার ভাড়া বাড়িয়েছে কিছু মাস আগেই ৷ তারপরেও লাগাতার যেভাবে জ্বালানির দাম বেড়েছে, তাতে বাস ভাড়া বাড়ুক, এটা চায় বেসরকারি বাস মালিকদের আরেকটি সংগঠন - বেঙ্গল বাস সিন্ডিকেটও। কিন্তু, তারা এ ভাবে ধর্মঘটের পথে হাঁটার বিরুদ্ধে। এর জেরে আংশিক ধর্মঘট হচ্ছে।
advertisement
নির্দিষ্ট সময়ের পর বাসের সংখ্যা কমতে পারে ৷ তবে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট দুপুরে ও রাতে বাস না নামালেও সাধারণ মানুষের তেমন কোনও সমস্যা হবে না। কারণ, সরকার ধাপে ধাপে বাসের সংখ্যা বাড়িয়েছে। নতুন রুট তৈরি করছে। বন্ধ থাকা পুরনো রুটও চালু করেছে। তাছাড়া, গত ৬ বছরে অন্তত বারো বার এরকম ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বাস মালিকদের সংগঠন। কিন্তু, সংগঠনের জোর না থাকায় শেষমেশ প্রত্যাহার করে নেওয়া হয়। তাই সাধারণ মানুষকে আশ্বস্ত করছে সরকার ৷ এবার অবশ্য আংশিক ধর্মঘটের ডাকে অনড় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। কিন্তু, এর যে তেমন কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়বে না সে বিষয়ে নিশ্চিত রাজ্য সরকার।