সোমবার সন্ধ্যায় নিউমার্কেট চত্বরে এই মিছিল হয়। পুরসভার প্রধান দপ্তরের চারিপাশে মশাল হাতে মিছিলে পা মেলান পুরসভার কর্মী আধিকারিকরা। বামপন্থী শ্রমিক ও কর্মী ইউনিয়নের যৌথ মঞ্চ কেএমসি জয়েন্ট ফোরাম অফ ট্রেড ইউনিয়ন এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে।
কলকাতা পৌরসভার কর্মী ইউনিয়নের নেতা অমিতাভ ভট্টাচার্য বলেন, 'বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি যেভাবে জেএনইউ-এর ছাত্রীরী ও অধ্যাপিকাদের হোস্টেলে ঢুকে মেরেছে তা নিন্দার ভাষা নেই। এর প্রতিবাদেই মশাল মিছিল'।
advertisement
অমিতাভ বাবু আরও বলেন, 'কেন্দ্রের বিজেপি সরকার একদিকে যেমন স্কুল-কলেজে ছাত্রদের ফিজ বৃদ্ধি করছে, তেমনি সাধারণ মানুষের নিত্যদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছেন। এর প্রতিবাদে 8 জানুয়া়ারি দেশজুড়ে ধর্মঘটেও আমরা প্রতিবাদে সামিল হব।'
কলকাতা পুরসভার পাশেই নিউমার্কেটে প্রতিবাদ সভা করার পর মশাল হাতেে কলকাতা পুরসভা চারপাশে ঘুরে মিছিল করেন ৪টি ইউনিয়নের যৌথ মঞ্চ।