বাবার হাতে হাত রাখল ছোট্ট খুদে। চুপি চুপি বাবার কাছে আবদার ‘কবে বাড়ি ফিরবে বাবা?’ তারপর ফের খুদে ফিরে গেল মায়ের কাছে। আলিপুর আদালত থেকে আগামি ১৪ দিনের জন্য জেল হেফাজতে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্ন ছিল কী কথা হল ছেলের সঙ্গে? তারই জবাবে জীবনের উত্তর, ‘কবে বাড়ি ফিরবে বাবা?’ যদিও এই প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি ছেলেকে।
advertisement
১৩ দিন আগে কাকভোরে যখন জীবনকে নিয়ে সিবিআই রওনা দিয়েছিল তার বাড়ি থেকে তখন ঘুমাচ্ছিল তাঁর ছেলে। শনিবার মায়ের সঙ্গে আদালতে আসে সে। এদিন সিবিআই হেফাজত মেয়াদ শেষে জীবনকে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ রয়েছে।
আরও পড়ুন, বাড়িতে পিঁপড়ের সমস্যায় নাজেহাল? রান্নাঘরের এই জিনিসই করে দেবে সমাধান, জেনে নিন
আরও পড়ুন, 'এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ, কে চক্রান্ত করছে!' কী ইঙ্গিত দিলেন অভিষেক
সেই সঙ্গে এজেন্ট নিয়োগ করে চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ রয়েছে। এমনকী সিবিআই তল্লাশি অভিযানের সময় নিজের দুটো মোবাইল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও আছে। সেই জীবনকে ১১ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।