তবে কি, এবার ঝালদা পুরসভা হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের? সূত্রের খবর, ২ নির্দল কাউন্সিলর গোপনে চলে এসেছেন কলকাতায়। সল্টলেক স্টেডিয়ামের নবপ্রজন্ম ভবনে পৌঁছেছেন ২ নির্দল কাউন্সিলর। এই ২ নির্দল কাউন্সিলর শিবির বদলালে বোর্ড হাতছাড়া হতে পারে কংগ্রেসের।
advertisement
আরও পড়ুন: একটা হাত বাইকের হ্যান্ডেলে, আর একটা…! অ্যাপ বাইকে উঠে ভয়ঙ্কর বিপদে পড়লেন তরুণী
জানা গিয়েছে, পুরুলিয়ার প্রবীণ কংগ্রেস নেতা নেপাল মাহাতো এবং কৌস্তুভ বাগচি ওই দুই নির্দল প্রার্থীর সঙ্গে কথা বলছেন। ঝালদার ঝাঁঝ এবার যুবভারতী স্টেডিয়াম লাগোয়া দুটি রুমে।
পুরবোর্ড গঠন নিয়ে টানাপড়েনের মধ্যে আততায়ীদের গুলিতে নিহত হয়েছিলেন ঝালদার কংগ্রেস পুরপ্রতিনিধি তপন কান্দু। তার ১০ মাস পরে হাইকোর্টের নির্দেশে তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু ঝালদার পুরপ্রধানের দায়িত্ব নেন।
তবে রাজ্যের অধিকাংশ পুরসভা দখলে রাখার পরেও জঙ্গলমহলের জেলা পুরুলিয়ার ১২টি ওয়ার্ডের ছোট পুরসভা ঝালদার দখল রাখতে মরিয়া তৃণমূল৷ রাজ্য প্রশাসনের বিভিন্ন নির্দেশে হাইকোর্টকে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে, তা নিয়ে বিস্তর চর্চাও চলেছে। প্রশ্ন উঠেছে, এর পিছনে কি অহংয়ের লড়াই রয়েছে? নাকি রয়েছে অন্য কোনও কারণ?
কদিন আগেই কংগ্রেসের সবেধন নীলমণি বিধায়ক বায়রন বিশ্বাস যোগ দিয়েছেন তৃণমূলে। এর ফলে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ফের এক থেকে নেমে এসেছে শূন্যে৷
তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট আলোচনার পরে আশ্বস্ত হয়েছেন নেপাল মাহাতোরা৷