TRENDING:

Salt Lake Jeweller Death: দত্তবাদে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ, নাম জড়াল রাজগঞ্জের বিডিও-র!

Last Updated:

গত বৃহস্পতিবার নিউ টাউনের যাত্রাগাছির খালের ধারের ঝোপের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ আজ সেই মৃতদেহ শনাক্ত হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়৷ সোনার দোকানের মালিককে অপহরণ করে খুনের ঘটনায় নাম জড়াল জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও-র৷ যদিও এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে চাননি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷
এই জায়গা থেকেই উদ্ধার হয় মৃত স্বর্ণব্যবসায়ীর দেহ৷
এই জায়গা থেকেই উদ্ধার হয় মৃত স্বর্ণব্যবসায়ীর দেহ৷
advertisement

গত বৃহস্পতিবার নিউ টাউনের যাত্রাগাছির খালের ধারের ঝোপের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ আজ সেই মৃতদেহ শনাক্ত হয়৷ জানা যায়, মৃতের নাম স্বপন পামেল্লা৷ স্বপনবাবু পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিলমাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন৷ যদিও সল্টলেকের দত্তাবাদ এলাকায় একটি সোনার দোকান ভাড়া নিয়ে চালাতেন তিনি৷ সেখানেই ঘর ভাড়া করে থাকতেন স্বপনবাবু৷

advertisement

মৃতের পরিবারের অভিযোগ, কিছু দিন আগে ধুপগুড়ির বিডিও-র বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল৷ খোয়া যায় বেশ কিছু সোনার গয়না৷ রাজগঞ্জের বর্তমান বিডিও প্রশান্ত বর্মন এর আগে ধুপগুড়ির বিডিও ছিলেন৷ মৃত স্বর্ণব্যবসায়ীর পরিবারের অভিযোগ, পুলিশের মারফত বিডিও জানতে পারেন, তার বাড়ি থেকে চুরি হওয়া গয়না দত্তাবাদের ওই সোনার দোকানে বিক্রি করা হয়েছে৷

advertisement

এই খবর পেয়ে কয়েক দিন আগে বিডিও প্রশান্ত বর্মন নিজেই দত্তাবাদে স্বপনবাবুর দোকানে হাজির হন বলে দাবি মৃতের পরিবারের৷ কিন্তু তখন দোকান বন্ধ ছিল৷ দোকানের নামের সঙ্গে দেওয়া মোবাইল নম্বরেও ফোন করেন বিডিও৷ কিন্তু কেউ ফোন তোলেননি৷ কিন্তু গত মঙ্গলবার ফোনে কথা বলার পর নীল বাতি লাগানো গাড়ি চড়ে বিডিও নিজেই ওই দোকানে হাজির হন বলে মৃতের পরিবারের দাবি৷

advertisement

অভিযোগ, দোকানে আসার পরই দোকান মালিক স্বপন পামেল্লা এবং তাঁর বাড়িওয়ালাকে বিডিও-র গাড়িতে করেই নিউ টাউনের একটি নির্জন জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়৷ বুধবার দিন ওই নীল বাতি লাগানো গাড়িতেই বাড়ির মালিককে ফের দত্তাবাদে ছেড়ে দিয়ে যাওয়া হলেও স্বপন ফেরেননি৷ বৃহস্পতিবার দিন যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ৷ সেই দেহে আঘাতের চিহ্নও ছিল৷

advertisement

স্বপনের খোঁজ না পেয়ে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার৷ তখনই স্বপনের ছবি দেখে পুলিশ নিশ্চিত হয়, নিউ টাউনে উদ্ধার হয় মৃতদেহটি নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীরই৷ ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার৷

সেরা ভিডিও

আরও দেখুন
তিন দিনের জমাটি ফুটবল ম্যাচ! ১৬টি দল টোপকে সেরা ভালুকতোড়, রয়েছে আকর্ষণীয় পুরস্কার
আরও দেখুন

এই ঘটনার সঙ্গে তাঁর সত্যিই যোগ রয়েছে কি না, তা জানতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে যোগাযোগ করা হয়৷ যদিও প্রশ্ন এড়িয়ে তাঁর সংক্ষিপ্ত জবাব, বার বার বিরক্ত করবেন না৷ খুনের অভিযোগে বিডিও-র যুক্ত থাকা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশও৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Salt Lake Jeweller Death: দত্তবাদে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ, নাম জড়াল রাজগঞ্জের বিডিও-র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল