ন্যাশনাল টেস্টিং এজেন্সিও দেওয়া তথ্য অনুযায়ী এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এ বছর JEE MAIN পরীক্ষা দিচ্ছে ৩৭,৯৭৩ যা গতবারের তুলনায় ২০০০পরীক্ষার্থী বেশি। মোট ৬৬০ টি পরীক্ষার কেন্দ্র থেকে এই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা নেওয়া হবে। মূলত এই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশিকা অনলাইনে নেওয়া হয়। সে ক্ষেত্রে করো না পরিস্থিতির কথা মাথায় রেখে এবং ছাত্র ছাত্রীদের যাতে সোশ্যাল ডিসটেন্স বজায় থাকে তার জন্য প্রত্যেক দিনে ১২ টি পর্যায় পরীক্ষা নেওয়া হবে। গতবছর যেখানে এই অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছিল আটটি পর্যায়ে।
advertisement
প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, JEEMAIN পরীক্ষা দেওয়ার সময় যাতে এক একটি পর্যায় অতিরিক্ত ছাত্র-ছাত্রী না আসে তার জন্য প্রত্যেক শিফটে পরীক্ষার্থীর সংখ্যা কমানো হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে দেশজুড়ে প্রত্যেক শিফটে পরীক্ষা দেবে ৮৫ হাজার পরীক্ষার্থী।
পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য সকাল ৭টা থেকে শুরু রিপোর্টিং ৷৯টা থেকে পরীক্ষা শুরু ৷ প্রবেশের জন্য মাস্ক আবশ্যক ৷ সঙ্গে থাকতে হবে নিজের পেন ও স্যানিটাইজার ৷ তবে সংক্রমণ এড়াতে পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের একটি ফ্রেশ তিন লেয়ারের মাস্ক দেওয়া হবে, সেটি পরা বাধ্যতামূলক ৷ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেককে নিজের হাত স্যানিটাইজ করতে হবে ৷
এরপর থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে শরীরের তাপমাত্রা মাপা হবে ৷ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হলে তাদের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ পৃথক রুমে বসে পরীক্ষা দিতে হবে ৷
এরপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পালা ৷ অ্যাডমিট কার্ড ও ছবি, পরিচয়পত্র ভেরিফাই করে পরীক্ষার্থীদের নির্দিষ্ট রুমে পাঠিয়ে দেওয়া হবে ৷ নির্দিষ্ট দূরত্ব মেনে থাকবে বসার ব্যবস্থা ৷ প্রত্যেক পরীক্ষা শুরুর আগে ও শেষের পর কম্পিউটার স্যানিটাইজ করবে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীরা ৷ বেরনোর সময়ও দুরত্ব বজায় রেখে একসঙ্গে পাঁচজনের বেশি পরীক্ষার্থীদের ছাড়া হবে না ৷
JEE, নিট-এর জন্য মঙ্গলবার বাড়তি বাস চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য ৷ ভোর পাঁচটা থেকেই মিলবে বাস ৷ বাড়তি সরকারি বাস নামবে রাস্তায় ৷ ৯০০-এর পরিবর্তে ১৩০০ সরকারি বাস চলবে ৷ পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষের পর মিলবে বাড়তি বাস পরিষেবা ৷ বেসরকারি বাস মালিকদের কাছেও বাস পরিষেবা সচল রাখার আবেদন করেছে রাজ্য ৷ ট্যাক্সি,অটোচালকদেরও আবেদন পরিবহন দফতরের৷