TRENDING:

KMC Election 2021: কলকাতার ভোট সেরে ফেরার পরই সব শেষ, অকালে চলে গেলেন কর্মদক্ষ বিডিও

Last Updated:

KMC Election 2021: হঠাৎ করে ঘটা এই ঘটনায় শোকবিহ্বল পরিবার-পরিজন থেকে সহকর্মী সকলেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুরসভার (KMC Election 2021) ভোটের ডিউটি পড়েছিল তাঁর। কিন্তু সেই ডিউটি সেরে ফেরার পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জয়নগর ২ নম্বর ব্লকের বিডিও (BDO) মনোজ মল্লিক। হঠাৎ করে ঘটা এই ঘটনায় শোকবিহ্বল পরিবার-পরিজন থেকে সহকর্মী সকলেই।
চলে গেলেন মনোজ মল্লিক
চলে গেলেন মনোজ মল্লিক
advertisement

রবিবার ছিল কলকাতা পুরসভার নির্বাচন। সেদিন কলকাতা পুরসভার ১০ নম্বর বোরোতে যোধপুর পার্ক বয়েজ স্কুলে ডিউটি পড়েছিল বিডিও মনোজ মল্লিকের। ভোটের ডিউটি সেরে তাঁর নিমপীঠের কোয়ার্টারে ফিরতে গভীর রাত হয়ে যায়। এরপরই শুরু হয় সমস্যা। কোয়ার্টারে ফেরার পরই অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় শ্রীরাম কৃষ্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। মাত্র ৪২ বছর বয়সেই চলে গেলেন কর্মদক্ষ এই বিডিও।

advertisement

আরও পড়ুন: একজনের পদত্যাগের দাবিতেই এখনও 'অচল' সংসদ, কেন এতটা মরিয়া বিরোধীরা?

নিজের কর্মজগতে একজন অত্যন্ত দক্ষ আধিকারিক হিসাবে তিনি পরিচিত ছিলেন। স্ত্রী ও দুই পুত্র-কন্যা সন্তানকে রেখে গেলেন তিনিl মনোজ মল্লিকের অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে জয়নগর ২ নম্বর ব্লক এলাকায়l হাসপাতালে চলে আসেন মনোজ বাবুর আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধবরা।

advertisement

আরও পড়ুন: বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন, ভিতরে তখন স্বামী-স্ত্রী! হাড়হিম ঘটনা বাংলায়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার ভোটের কাজ সেরে গভীর রাতে কোয়ার্টারে ফিরে আসেন তিনি। এরপরই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যেতে যেতেই অবশ্য আর সাড়া পাওয়া যাচ্ছিল না তাঁর। শেষমেশ হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Election 2021: কলকাতার ভোট সেরে ফেরার পরই সব শেষ, অকালে চলে গেলেন কর্মদক্ষ বিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল