TRENDING:

Jawhar Sircar: প্রতিদ্বন্দ্বী নেই-গ্রহণ মনোনয়ন, রাজ্যসভায় পা রাখছেন মমতার 'ট্রাম্পকার্ড' জহর!

Last Updated:

Jawhar Sircar: ট্যুইটারে জহর সরকার লিখেছেন, 'অবিস্মরণীয় দিন এই ৩০ জুলাই, ২০২১। আমার রাজ্যসভার সদস্যপদের জন্য মনোনয়ন গৃহীত হয়েছে।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কিছুকাল আগে পর্যন্তও ছিলেন দুঁদে আমলা, কিন্তু এখন তিনি পরিচিত হচ্ছেন পুরোদস্তুর রাজনীতিক হিসেবে। গত বুধবারই তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জহর সরকার। আর এদিন সেই মনোনয়ন পত্র গৃহীত হয়। যেহেতু আর কেউ প্রতিদ্বন্দ্বী নেই, তাই বিনা প্রতিদ্বন্দ্বীতাতেই রাজ্যসভায় পা রাখছেন তিনি। এদিন ট্যুইটারে জহর সরকার লিখেছেন, 'অবিস্মরণীয় দিন এই ৩০ জুলাই, ২০২১। আমার রাজ্যসভার সদস্যপদের জন্য মনোনয়ন গৃহীত হয়েছে।'
advertisement

অনেক আগে থেকেই কট্টর মোদি-বিরোধী জহর সরকার। এমনকী মোদির বিরোধিতা করতে গিয়ে প্রসার ভারতীর সিইও পদও ছেড়ে দিয়েছেন সময়ের আগেই। তবে, তাঁর ঘনিষ্ঠ মহল বলছে, জহর সরকারের যে খুব মমতা-'প্রীতি' ছিল, এমনটাও খুব জোরের সঙ্গে বলা যেত না। আর সকলকে রীতিমতো চমকে দিয়ে সেই জহর সরকারই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যসভার সৈনিক হতে যাচ্ছেন।

advertisement

তবে তাঁকেই কেন রাজ্যসভায় পাঠাতে চাইছেন তৃণমূল নেত্রী, তা নিয়ে শুরুতে নিজেও একটু অবাকই হয়েছিলেন। সেই ঘোর এখনও কিছুটা বজায় আছে। 'নিউজ 18 বাংলা'কে তিনি বলেওছেন, 'কেন আমার মত একজন আমলাকে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) চয়েজ করলেন, জানি না। আমি এখনও সারপ্রাইজড। অর্থাৎ, মমতার এই 'সারপ্রাইজ'টা যে জহর সরকারের মতো দুঁদে আমলাকেও ভাবাচ্ছে, তা স্পষ্ট। রাজনৈতিক মহলের একাংশ বলছেন, জহর সরকারের যেমন দক্ষ প্রশাসক হিসেবে সুনাম রয়েছে, তেমনি কট্টর মোদি বিরোধী মুখ হিসেবেও তাঁর নাম রয়েছে। সেই জহর সরকারকেই রাজ্যসভায় পাঠিয়ে মমতা রীতিমতো 'ট্রাম্পকার্ড' ব্যবহার করতে চলেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ছাত্র পরিষদ আর পরবর্তী কালে প্রিয়রঞ্জন দাশমুন্সির ঘনিষ্ঠ হিসাবে কংগ্রেসি ঘরানায় অভ্যস্ত ছিলেন জহর সরকার। তবে, নিজেকে রাজনীতিতে নিয়ে আসার জন্য তেমন কোনও পরিকল্পনা ছিল না এই দুঁদে আমলার। কিন্তু ঘটনাচক্রে এবার তিনি রাজ্যের শাসক দলের সাংসদ হিসেবে রাজ্যসভায় যাচ্ছেন। রাজনীতির কারবারিরা বলছেন, আমলা জহর একটু দোটানায় পড়েছেন। ভাবছেন, দীর্ঘ বর্ণময় আমলা জীবনের শেষে পৌঁছে তিনি কি পারবেন রাজনীতির আঙিনাতেও সফল হতে? সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jawhar Sircar: প্রতিদ্বন্দ্বী নেই-গ্রহণ মনোনয়ন, রাজ্যসভায় পা রাখছেন মমতার 'ট্রাম্পকার্ড' জহর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল