TRENDING:

জামুই দুর্ঘটনায় বিপর্যস্ত রেল পরিষেবা! হাওড়া-দিল্লি মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ, ঘুরপথে কী কী ট্রেন চালানো হবে?

Last Updated:

Jamui train accident| জামুইয়ে বারুয়া নদীর সেতুতে রেল দুর্ঘটনায় বহু ট্রেন বাতিল। ঘুরপথে ও আংশিক পথে চলবে কোনগুলো? জেনে নিন রেলের পরিবর্তিত সময়সূচী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামুইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জনজীবন বিপর্যস্ত। সেতু থেকে নীচে পড়ে গিয়েছে রেলের ১০টি বগি। ১৯টি লাইনচ্যুত। এর ফলে, হাওড়া–দিল্লি মেইন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। লাহাবন ও সিমুলতলার মধ্যে রেললাইনে বাধার জেরে জসিডিহ–ঝাঝা শাখায় শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ এই সমস্যা দেখা দেয়। এর ফলে হাওড়া–দিল্লি প্রধান রেলপথে আপ ও ডাউন—দু’দিকেরই ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল, ঘুরপথে চালানো ও আংশিক পথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই পরিবর্তিত সূচি বিশদে জেনে নিন।
News18
News18
advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, ২৮ ডিসেম্বর যাত্রা শুরুর কথা থাকা একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া–ডেহরাদুন কুম্ভ এক্সপ্রেস, শিয়ালদহ–বলিয়া এক্সপ্রেস, মোকামা–হাওড়া এক্সপ্রেস-সহ বহু মেমু ও লোকাল ট্রেন। বিশেষ করে জসিডিহ, ঝাঝা, কিউল, দেওঘর ও মোকামা রুটে স্বল্প দূরত্বের ট্রেন পরিষেবা পুরোপুরি ব্যাহত হয়েছে।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামুইয়ে! সেতু থেকে নীচে পড়ে গেল রেলের ১০টি বগি! ১৯টি লাইনচ্যুত!

advertisement

বাতিল ট্রেন (২৮ ডিসেম্বর যাত্রা শুরুর কথা ছিল):

হাওড়া–ডেহরাদুন কুম্ভ এক্সপ্রেস (১২৩৬৯), শিয়ালদহ–বলিয়া এক্সপ্রেস (১৩১০৫), মোকামা–হাওড়া এক্সপ্রেস (১৩০৩০), জসিডিহ–মোকামা মেমু (৬৩৫৭১), কিউল–জসিডিহ মেমু (৬৩৫৭৪), দেওঘর–ঝাঝা মেমু (৬৩২৯৭), ঝাঝা–দেওঘর মেমু (৬৩২৯৮), মোকামা–জসিডিহ মেমু (৬৩৫৭২), ঝাঝা–জসিডিহ মেমু (৬৩৫৬৬), জসিডিহ–বৈদ্যনাথধাম মেমু (৬৩১৫৩), বৈদ্যনাথধাম–জসিডিহ মেমু (৬৩১৫৪), ঝাঝা–পাটনা মেমু (৬৩২০৯), জসিডিহ–ঝাঝা মেমু (৬৩৫৬৫), জসিডিহ–কিউল মেমু (৬৩৫৭৩)।

advertisement

ঘুরপথে চালানো ট্রেন:

টাটানগর–বক্সার এক্সপ্রেস (১৮১৮৩), হাওড়া–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস (১২৩০৫), হাওড়া–পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (২২৩৪৭), কলকাতা–গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস (১৫০৪৯), জসিডিহ–পুণে সাপ্তাহিক এক্সপ্রেস (১১৪২৮), আসানসোল–মুম্বই সিএসএমটি এক্সপ্রেস (১২৩৬১), রাক্সৌল–হায়দরাবাদ এক্সপ্রেস (১৭০০৬), পাটনা–ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস (১৩৩৩২), বলিয়া–শিয়ালদহ এক্সপ্রেস (১৩১০৬), পাটনা–হাটিয়া পাটলিপুত্র এক্সপ্রেস (১৮৬২১), কাঠগোদাম–হাওড়া বাঘ এক্সপ্রেস (১৩০২০), বক্সার–বিলাসপুর সুপারফাস্ট এক্সপ্রেস (২২৮৪৪), রাক্সৌল–হাওড়া এক্সপ্রেস (১৩০৪৪), গোরখপুর–আসানসোল এক্সপ্রেস (১৩৫০৮), বারাণসী–দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস (২২৫০০) এবং দেওঘর–বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস (২২৪৯৯) নির্ধারিত রুটের পরিবর্তে বিকল্প পথে চালানো হবে।

advertisement

আংশিক পথে চলাচল (শর্ট টার্মিনেশন/অরিজিনেশন):

পাটনা–জসিডিহ–পাটনা এক্সপ্রেস (১৩২০৮/১৩২০৭) এবং পাটনা–দেওঘর–পাটনা মেমু (৬৩২১০/৬৩২০৯) ঝাঝা পর্যন্ত চলবে এবং সেখান থেকেই যাত্রা শুরু করবে।

রেল প্রশাসনের তরফে জানানো হয়েছে, রেললাইন মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি থাকবে। যাত্রীদের যাত্রার আগে ট্রেনের বর্তমান অবস্থান ও সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পেয়ারা মাখা, ঝালমুড়ি মাখা অতীত! এবার বাজার কাঁপাচ্ছে রসগোল্লা মাখা, কেক মাখা!
আরও দেখুন

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে জামুই জেলার সিমুলতলা সংলগ্ন তেলওয়া হল্টের কাছে বারুয়া নদীর উপর থাকা সেতুতে এই দুর্ঘটনা ঘটে। জসিডিহ–ঝাঝা রেলপথে চলাচলকারী সিমেন্ট বোঝাই একটি মালগাড়ি আচমকাই লাইনচ্যুত হয়। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ, সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বিকট শব্দে একের পর এক ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনাস্থলটি জসিডিহ–ঝাঝা মূল রেললাইনের ব্রিজ নম্বর ৬৭৬ এবং খুঁটি নম্বর ৩৪৪/১৮-এর কাছে, যা আসানসোল রেল ডিভিশনের অধীনে পড়ে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
জামুই দুর্ঘটনায় বিপর্যস্ত রেল পরিষেবা! হাওড়া-দিল্লি মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ, ঘুরপথে কী কী ট্রেন চালানো হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল