TRENDING:

ভারতীয় ক্রিকেটে তাঁরা যাযাবর ! দাবি জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের

Last Updated:

ভারতীয় ক্রিকেটে তাঁরা যাযাবর। কলকাতায় বিজয় হাজারে ট্রফি খেলতে এসে দাবি জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ভারতীয় ক্রিকেটে তাঁরা যাযাবর। কলকাতায় বিজয় হাজারে ট্রফি খেলতে এসে দাবি জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের। ঠান্ডায় বরফের সঙ্গে লাগাতার কারফিউ। তাই অনুশীলনের জন্য রাজ্য ছাড়তে হয় তাঁদের।
advertisement

দিন কয়েক আগের কথা। উপত্যকা থেকে লা-লিগায় খেলতে গিয়েছেন দুই যুবক। শুধু ফুটবল নয় সাম্প্রতিক সময়ে উপত্যকার খেলাধূলায় নাম করেছেন তাইজুল। কিন্তু ক্রিকেটের ভাগ্য ? খুবই খারাপ। বিজয় হাজারে ট্রফি খেলতে কলকাতায় এসে জানালেন জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররা। ঠান্ডার সময় ছ’মাস বরফের জন্য মাঠ পাওয়া যায় না। আর বরফ গললে রাজনৈতিক উত্তাপে পরিস্থিতি গরম হয়। তাই কারফিউ উপেক্ষা করে আর প্যাড-আপ করা যায় না।

advertisement

২০১৩ সালে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলেছিল জম্মু-কাশ্মীর। ওটাই প্রথম এবং এখনও পর্যন্ত ওটাই শেষ। প্রথম ক্রিকেটার হিসেবে রাজ্য থেকে ভারতের জন্য ক্রিকেট খেলছেন পারভেজ রসুল। তারপর কে ? উত্তর নেই জম্মু-কাশ্মীর দলের কাছে। প্রতিবছর আইপিএলে ক্রিকেটারদের নাম থাকে কিন্তু ডাক পান না। নিজেদের এখন ভারতীয় ক্রিকেটের যাযাবর বলেই দাবি করছেন উপত্যকার ক্রিকেটাররা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

রিপোর্টার: ঈরণ রায় বর্মন

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভারতীয় ক্রিকেটে তাঁরা যাযাবর ! দাবি জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল