আরও পড়ুন: ফলাফলে খুশি নয়, খাতা পুনর্মূল্যায়ন করতে চায় মাধ্যমিকে নবম সৌরথ দে
পঞ্চয়েত দফতরের স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে নানান লোভনীয় পদের রান্না পৌঁছে যাচ্ছে কলকাতার বিভিন্ন বাড়িতে। রাড়িতে বসেই শ্বশুর-শাশুড়ি জমিয়ে খাওয়াচ্ছেন জামাইকে। ষষ্ঠীর ঝামেলা ফেলে রেখে এক ক্লিকে খাবার অর্ডার দেওয়া যাচ্ছে পঞ্চায়েত ওই সংস্থায়। শুধুই যে খাবার তা নয়, আম-আনারসের মত ফলের স্বাদও মিলছে এই হোম ডেলিভারিতে।
advertisement
অর্ডার দেওয়া এক ব্যক্তির বক্তব্য, "এখন খাবার তৈরি করা বড়ই ঝক্কি৷ জামাই ষষ্ঠী পালন করতে হোম ডেলিভারিই সেরা।" তবে যে অর্ডার দিলেন তাতে আছে কী? জামাই খাবেন কী? স্বনির্ভর গোষ্ঠীর ফুড ইনচার্জ সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "ভাল চালের ভাতের সঙ্গে খাসির মাংস বা গলদা চিংড়ি মিলবে মাত্র পাঁচশো টাকায়। ইলিশের মত লোভনীয় প্লেটের জন্য বাড়তি টাকা গুনলেই কেল্লাফতে। এখন এই মেনু কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে এই গোষ্ঠী৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করলেও চাহিদা কিন্তু তুঙ্গে।"
Susovan Bhattacharjee
