তিনি যে মুখ্যমন্ত্রীকে রাজ ভবনে আসতে বলেছেন, এ কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন রাজ্যপাল৷ মুখ্যমন্ত্রীকে লেখা তাঁর চিঠিটিও ট্যুইটারে পোস্ট করেছেন জগদীপ ধনখড়৷
আরও পড়ুন: ঝালদা কংগ্রেস কাউন্সিলর খুনে জোড়া প্রশ্ন হাই কোর্টের, কেস ডায়েরি তলব
চিঠিতে রাজ্যপাল লিখেছেন, 'সাম্প্রতিককালের বাড়তে থাকা উদ্বেগজনক ঘটনাপ্রবাহে প্রমাণিত, রাজ্যের আইনের শাসন নেই এবং হিংসার ঘটনা বাড়ছে, এই পরিস্থিতিতে যতদ্রুত সম্ভব আলোচনার জন্য আপনার রাজ ভবনে আসাটা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে৷'
advertisement
মুখ্যমন্ত্রীকে লেখা কড়া চিঠিতে রাজ্যপাল আরও লিখেছেন, 'সংবিধান এবং আইনের দৃষ্টিকোণ থেকে রাজ্যের শাসন ব্যবস্থা সরু সুতোর উপরে ঝুলছিল৷ রামপুরহাটের বর্বরোচিত ঘটনা এবং বিধানসভার লজ্জাজনক ঘটনায় তা আরও প্রশ্নের মুখে পড়েছে৷'
আরও পড়ুন: কোন পথে বিজেপি-র বিরুদ্ধে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে পড়ল শোরগোল
রামপুরহাটে সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েও মুখ্যমন্ত্রী রবিবার শিলিগুড়িতে জানিয়েছিলেন, স্বচ্ছ তদন্ত না হলে তাঁর বিরুদ্ধে আন্দোলন হবে৷ মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তাঁর এই মন্তব্যেরও কঠোর সমালোচনা করেছেন রাজ্যপাল৷ জগদীপ ধনখড় লিখেছেন, 'মনে রাখবেন আপনি যে পদে রয়েছেন তার সঙ্গে এই মন্তব্য মানানসই নয়৷ মনে রাখবেন, রামপুরহাটের বর্বরোচিত ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং নজরদারিতে সিবিআই তদন্ত চলছে৷ এই তদন্তের কোনওরকম বিরোধিতা করতে গেলেও তা আইনি পথেই করতে হবে, রাস্তায় নেমে নয়৷'
রামপুরহাটের ঘটনার পর রাজ্যপাল রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার সমালোচনা করে জগদীপ ধনখড়কে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই চিঠির জবাবও দেন রাজ্যপাল৷ গতকালই দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন রাজ্যপাল৷ তার পরই আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে রাজ ভবনে আসতে আর্জি জানালেন তিনি৷